যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতাসহ বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেনি।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। এসময় ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বের ওপর জোর দেন তিনি।
ওই নির্বাচনকে ‘একতরফা’ বর্ণনা করে এক সাংবাদিক জানান, বাংলাদেশে বিরোধীদের ওপর দমন-পীড়ন বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দিয়েছে। এসময় দ্য গার্ডিয়ান ও ওয়াল স্ট্রিট জার্নালের শিরোনাম উদ্ধৃত করেন তিনি।
এর আগে নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলন দেখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার কথা বলেছিল যুক্তরাষ্ট্র। ভিসা নীতির প্রসঙ্গও টানেন ওই সাংবাদিক। তিনি বলেন, গণতন্ত্রের সীমাবদ্ধতা নিয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগের বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?
জবাবে কিরবি বলছিলেন, আমরা স্পষ্টতই এখনো সারা বিশ্বে কার্যকর, সক্রিয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি।
‘অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হওয়াসহ বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণের পক্ষে আমাদের অবস্থানে কিছুই পরিবর্তন হয়নি’ বলেও উল্লেখ করেন মুখপাত্র।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়