হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী, উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার মোতাওয়াল্লি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার মাদ্রাসাটির মজলিসে শূরার বৈঠকে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁকে নতুন মোতাওয়াল্লি নির্বাচিত করা হয়। মাদ্রাসার প্রধান পরিচালক ও শূরা সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতিপূর্বে দেশের ৫ম বৃহত্তম এই মাদ্রাসার মোতাওয়াল্লি ছিলেন হেফাজতে ইসলামের প্রয়াত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। গেল ১৯ আগস্ট বাবুনগরীর মৃত্যুর পর গুরুত্বপূর্ণ এ পদটি শুন্য হয়। এর প্রেক্ষিতে মজলিসে শূরার জরুরী বৈঠকের মাধ্যমে নতুন মোতাওয়াল্লি নির্বাচন করা হয়েছে। নব নির্বাচিত মোতাওয়াল্লি নুরুল ইসলাম জিহাদী প্রতিষ্ঠানটির শূরা কমিটিরও সদস্য।
জানা গেছে, মজলিসে শূরার এ বৈঠক মাদ্রাসা মিলনায়তনে শূরা সদস্য ও হেফাজত আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার এ বৈঠকে নূরুল ইসলাম জিহাদী, মুফতী আব্দুচ্ছালাম চাটগামী, সালাহ উদ্দীন নানুপুরী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাহমুদুল হাসান ফতেহপুরী, ক্বারী আনোয়ার, মাওলানা ওমর ফারুক, মাওলানা খোবাইব জিরি, মাওলানা হারুন শুলকবহর সহ মজলিসে শূরার মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে নতুন মোতাওয়াল্লি নির্বাচন ছাড়াও শিক্ষার মানোন্নয়ন সহ মাদ্রাসার সার্বিক বিষয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে। এছাড়া, শূরা প্যানেলে আরও ৩ জনকে যুক্ত করা হয়েছে। তাঁরা হলেন- মেখল মাদ্রাসার মাওলানা ওসমান ফয়েজী, হাটহাজারী মাদ্রাসার মাওলানা ইয়াহইয়া ও ফটিকছড়ি তালিমুদ্দিন মাদ্রাসার মাওলানা ওসমান। সংশ্লিষ্টরা জানান, নাজিরহাট বড় মাদ্রাসার মজলিসে শূরার ১৬ সদস্যের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা হাফেজ কাসেম ও মাওলানা নোমান ফয়জী সম্প্রতি মারা গেছেন। এ তিনজনের শূন্য পদে নতুন তিনজনকে যুক্ত করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়