মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন বেশিরভাগ পণ্য আমদানি করে চীন, ভারত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে, কিন্তু কোভিডের কারণে বেইজিং ও দিল্লি থেকে আমদানি কিছুটা বিঘ্নিত হয়েছে এবং এর সুযোগ নিতে চায় বাংলাদেশ।
বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকটি রিটেইলার ও সুপার মার্কেট যেমন—লুলু হাইপার মার্কেট বা কারেফোর এখানকার বেশিরভাগ ভোগ্যপণ্য আমদানি করে। বাংলাদেশের পণ্য তাদের কাছে উপস্থাপন করা হলে তারা এগুলো কিনতে আগ্রহী হবে।’
বাহরাইনে কৃষিজাত পণ্য, সিরামিক, ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যসহ অন্যান্য জিনিসের চাহিদা আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে মিশনের মাধ্যমে লুলু হাইপার মার্কেটের সঙ্গে বাংলাদেশের ১২টি বড় কোম্পানির বৈঠক করিয়ে দিয়েছি, যাতে করে বাহরাইনে বাংলাদেশি পণ্যের রফতানি বৃদ্ধি পায়।’
শাইনপুকুর সিরামিকস, প্রাণ, হাতিল, হামিম গার্মেন্টস-সহ মোট ১২টি কোম্পানির প্রাথমিক পরিচিতি ভালো হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘মাঠ পর্যায়ে যারা আমদানি করবে এবং যারা রফতানি করবে তাদের মধ্যে ম্যাচমেকার হিসাবে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।’
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়