বঙ্গভ্যাক্স টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অ্যাপ্রুভাল বা অনুমোদনের জন্য বিএমআরসির (বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল) অনুমোদনের অপেক্ষায় রয়েছে গ্লোব বায়োটেক। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এর আগে গত ১৭ জানুয়ারি গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা দেয়। সেদিন ড. আসিফ বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অ্যাপ্রুভাল বা ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হলো।
তিনি শুক্রবার বলেন, ‘বিএমআরসি এখনও আমাদের অ্যাপ্রুভাল দেয়নি। তবে গতকাল (বৃহস্পতিবার) তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে মত বিনিময় হয়েছে। এই প্রথম কোনও মন্ত্রী আমাদের হয়ে কিছু একটা বললেন, তাই আমরা আশাবাদী। বিএমআরসির অ্যাপ্রুভাল না পেলে আমরা হিউম্যান ট্রায়াল শুরু করতে পারছি না। তবে তারা এখনও কিছু জানায়নি আমাদের। আর কবে তারা অ্যাপ্রুভাল দেবে সেটাও বুঝতে পারছি না। এখনও তাদের অনুমোদন পাওয়া যায়নি।’
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়