
বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচেই বড় স্কোর দেখলো ক্রীড়াপ্রেমীরা। টস হেরে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকে ১৯৮ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী।
সোমবার (৩০ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। ২ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার জিশান আলম। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হারিস। ১২ বলে ১৩ রান করে ফেরেন এই পাক ব্যাটার।
তবে তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লেতে ৪০ রান তোলে রাজশাহী। তাকে যোগ্য সঙ্গ দেন ইয়াসির আলী চৌধুরী। দুজনের ব্যাটে ভর করে ১৩ ওভারে ১০০ রানের কোটা পার করে তারা।
৪২ বলে ফিফটি তুলে নেন বিজয়। অপর প্রান্তে থেকে ব্যাট চালাতে থাকেন ইয়াসিরও। এতে ৩৫ বলে ফিফটি তুলেন এই ডান হাতি ব্যাটার। দুজনের মিলে ১৪০ রানের জুটি গড়েন। তবে ১৮তম ওভারে ক্যাচ আউট হন বিজয়। ৫ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে ৫১ বলে ৬৫ রান করেন এই ডান হাতি ব্যাটার।
তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন ইয়াসির। সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু বলের অভাবে তা পূরণ করতে পারেননি তিনি। ৬ ছক্কা এবং ৭ বাউন্ডারিতে ৪৭ বলে ৯৪ রান করেছেন ইয়াসির। এতে ১৯৭ রানের বড় পুঁজি পেয়েছে রাজশাহী।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- শেখ হাসিনার যত রেকর্ড
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়