বিপুল তেল নিয়ে কোরিয়া উপকূলে আটকা পড়েছে রুশ জাহাজ

দক্ষিণ কোরিয়ার উপকূলে রাশিয়ার সোকোল গ্রেডের অপরিশোধিত তেলবাহী ১৪টি ট্যাংকার কয়েক সপ্তাহ ধরে আটকা পড়ে আছে। মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থ পরিশোধ–সংক্রান্ত জটিলতার কারণে তারা তেল খালাস করতে পারছে না।

এসব ট্যাংকারে ১৩ লাখ ব্যারেল তেল আছে বলে বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে। বড় মার্কিন তেল কোম্পানি এক্সনমবিলের সাখালিন-১ প্রকল্পের মাসিক যে উৎপাদন ক্ষমতা, ট্যাংকারগুলোতে তার চেয়ে বেশি তেল আছে। মস্কো ২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার শুরু করলে অন্যান্য পশ্চিমা কোম্পানির মতো এক্সনমবিল রাশিয়া ত্যাগ করে।

সাখালিন-১ প্রকল্প ছিল সোভিয়েত-উত্তর যুগের অন্যতম বড় চুক্তি—উৎপাদিত তেল ভাগাভাগির ভিত্তিতে এই চুক্তি হয়েছিল। এক্সনমবিল ২০২২ সালে রাশিয়া ত্যাগ করলে এই প্রকল্পের উৎপাদন প্রায় শূন্যের কোটায় নেমে আসে। এরপর এই প্রকল্পে উৎপাদন এখন পর্যন্ত আগের পর্যায়ে পৌঁছায়নি।

ওয়াশিংটন বলেছে, রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইউক্রেনে যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজস্ব আয়ের পথ সংকুচিত করা, বিশ্ববাজারে রাশিয়ার তেল সরবরাহ ব্যাহত করা এর উদ্দেশ্য নয়। গত বছর যুক্তরাষ্ট্র সোকোল তেল পরিবহনকারী বেশ কিছু জাহাজ ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

গতকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার উপকূলে ১৪টি তেলবাহী জাহাজ আটকা পড়ে ছিল, এর মধ্যে আছে ১১টি আফ্রাম্যাক্স জাহাজ ও ৩টি অপরিশোধিত তেলবাহী বড় জাহাজ। এলএসইজি কেপলার ডেটার সূত্রে এই তথ্য দিয়েছে রয়টার্স।

এসব তেলবাহী ট্যাংকারে যে পরিমাণ তেল আছে, তা সাখলিন-১ প্রকল্পে উৎপাদিত ৪৫ দিনের সমপরিমাণ তেল।

লা বালেনা (ভিএলসিসি), নিরেতা ও নেলিসের মতো সুপার ট্যাংকারগুলো বর্তমানে দক্ষিণ কোরিয়ার ইয়োসু উপকূলের কাছে নোঙর করে আছে। ৩২ লাখ ব্যারেল তেল ধারণ ক্ষমতাসম্পন্ন এসব ট্যাংকারগুলো বর্তমানে রুশ তেলের ভাসমান সংরক্ষণাগার হিসেবে কাজ করছে।

রয়টার্সের আরেক সংবাদে বলা হয়েছে, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) রাশিয়ার সোকোল গ্রেডের তেলের মূল্য পরিশোধে সমস্যায় পড়েছে। এই তেল যে কোম্পানি বিক্রি করছে, তারা সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে মূল্য পরিশোধের জন্য হিসাব খুলেছে। রাশিয়ার সরকারি কর্মকর্তারা ভারতকে চীনা মুদ্রা ইউয়ানে মূল্য পরিষদের জন্য তাগাদা দিচ্ছেন, কিন্তু বিষয়টি ভারতের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল। ভারতের বেসরকারি পরিশোধনাগারগুলো ইউয়ানে মূল্য পরিশোধ করলেও রাষ্ট্রীয় পরিশোধনাগারগুলো দিরহামে মূল্য পরিশোধ করছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নয়া দিগন্ত
যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভোরের কাগজ
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়