কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের খবর সত্যি নয় বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলবাওবার খবরে বলা হয়, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়াভড্রেইনি ইয়ানিয়ান ছিনতাইয়ের যে খবরটি দিয়েছেন, তা সত্যি নয়।
এদিকে ইরানের বিমান চলাচল সংস্থাও বিমান ছিনতাইয়ের খবর নাকচ করে দিয়েছে। তারা বলেছে,ইউক্রেনের বিমান ছিনতাই হয়নি। রাজধানী কিয়েভে যাওয়ার পথে বিমানটি মাসাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফুয়েল নিতে নেমেছিল বিমানটি।
এর আগে মঙ্গলবার দুপুরে উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়াভড্রেইনি ইয়ানিয়ানের বরাত দিয়ে রাশান গণমাধ্যম তাস জানায়,আফগানিস্তানে আটকাপড়া ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যাওয়া একটি বিমান কাবুল এয়ারপোর্ট থেকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ইয়াভড্রেইনি ইয়ানিয়ান তাসকে বলেন, ‘গত রোববার আমাদের একটি বিমান ছিনতাই করে নিয়েছিল কিছু লোক। কিন্তু মঙ্গলবার আমাদের বিমানটি সত্যি চুরি করা হয়েছে। কাবুল ছেড়ে যাওয়ার আগে তারা বিমানটি থেকে ইউক্রেনের যাত্রীদের নামিয়ে দিয়েছে। কাবুল থেকে আমাদের নাগরিকদের সরিয়ে নিয়ে আসার তিনটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হয়েছে কারণ ইউক্রেনের নাগরিকরা এয়ারপোর্টেই যেতে পারছে না।’
এ ঘটনার পর কাবুল এয়ারপোর্টে বিমান চলাচল স্থগিত করেছে আফগানিস্তানের বিমান চলাচল সংস্থা।
ইয়াভড্রেইনি ইয়ানিয়ানকে উদ্ধৃত করে তাস জানিয়েছেন, ছিনতাইকারীরা সশস্ত্র ছিলেন। কিন্তু উপ পররাষ্ট্রমন্ত্রী জানাননি যে বিমানটির শেষ কি দশা হয়েছে বা বিমানটি ফিরে পেতে কিয়েভ কী পদক্ষেপ নিয়েছে। ইউক্রেনের নাগরিকদের কিভাবে কাবুল থেকে ফিরিয়ে আনতে আরেকটি বিমান পাঠানো হয়েছে কি না সে তথ্যও জানাননি তিনি।
ইয়ানিয়ান জানান, গোটা সপ্তাহজুড়ে কাবুলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মিত্রি কুওভার নেতৃত্বে ‘ ক্রাশ টেস্ট মুডে’ কূটনৈতিক অভিযান চলছে
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়