‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

লেবাননের রাজধানী বৈরুতের একেবারে কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই শুরু করার নামে লেবাননে যে তাণ্ডব ইসরায়েল চালাচ্ছে, বৈরুতে এ হামলা তারই সাম্প্রতিকতম উদাহরণ।

কোনো রকমের পূর্বসতর্কতা দেওয়া ছাড়াই গতকাল শনিবার স্থানীয় সময় ভোররাত চারটার দিকে বৈরুতে এ হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, এটি ছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার চেষ্টা।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা বলেছে, হামলায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ সংগঠনটির জ্যেষ্ঠ নেতাদের হত্যায় এর আগে ইসরায়েল যে ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, এটি তার অনুরূপ।

গতকালের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ১৫ থেকে বেড়ে ২০–এ দাঁড়িয়েছে। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছিলেন জরুরি বিভাগের কর্মীরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই ঘটনায় ৬০ জনের বেশি আহত হয়েছেন। হতাহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।

বিধ্বস্ত ভবনের কাছের একটি ভবনের বাসিন্দা ৫৫ বছর বয়সী আলী নাসের। তিনি বলেন, ‘এটা ছিল এক ভয়ানক বিস্ফোরণ। এর প্রচণ্ডতায় আমার স্ত্রী ও সন্তানদের ওপর জানালাগুলো ও সব কাচ ভেঙে এসে পড়ে। আমার বাসা এখন যুদ্ধক্ষেত্রের মতো।’

ইসরায়েলের হামলায় ক্ষোভ প্রকাশ করে আলী নাসের বলেন, ‘যদি একজনও এখানে লুকিয়ে থাকেন, তবে আপনার কি উচিত লোকজন যেখানে ঘুমিয়ে আছেন, সেখানে এভাবে বোমা হামলা চালানো? এক ব্যক্তির জন্য সবাইকে মেরে ফেলা কি জরুরি? নাকি আমরা মানুষ না। আমি এটা জানতে চাই।’

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের দাবি, হিজবুল্লাহর অন্যতম জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ হায়দারকে হত্যার চেষ্টায় এ হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর আইনপ্রণেতা আমিন শেরি বলেছেন, তাঁদের সংগঠনের নেতারা ওই ভবনে ছিলেন না। অবশ্য মোহাম্মদ হায়দারের বিষয়টি এখনো অস্পষ্ট।

এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোনো মন্তব্য করেনি।

আইডিএফ গতকাল দক্ষিণ বৈরুতের দাহিয়াহ এলাকায়ও বিমান হামলা চালিয়েছে। বাহিনী বলেছে, যেসব ভবনে হামলা চালানো হয়েছে, সেসব হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট।

লেবাননের দক্ষিণেও এদিন বিমান হামলা চালায় ইসরায়েল। এ অঞ্চলে ইসরায়েলির স্থলবাহিনীও অভিযান চালাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পূর্বাঞ্চলীয় শহর বালবেকে ইসরায়েলি বাহিনীর আরেকটি বিমান হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা।

এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েল-হিজবুল্লাহর লড়াই অবসানের প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে। তবে এর মধ্যেই গতকাল এসব চালাল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া অ্যামোস হসটেইন শান্তি প্রতিষ্ঠায় মার্কিন খসড়া চুক্তিকে এগিয়ে নিতে চলতি সপ্তাহে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। 
এই বিভাগের আরও খবর
‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

প্রথমআলো
প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

সমকাল
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া