মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন জসপ্রীত বুমরার আঘাতের পর ম্যাচটা প্রায় নিজেদের হাতের মুঠোয় নিতে পেরেছিল ভারত। কিন্তু মার্নাস লাবুশেন ও প্যাট কামিন্সের দারুণ প্রতিরোধ এবং শেষ উইকেটে নাথান লায়ন ও স্কট বোল্যান্ড জুটি ম্যাচটা ভারতের প্রায় নাগালের বাইরে নিয়ে গেছে। অজিদের লিড দাঁড়িয়েছে ৩৩৩ রানের। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেটে ২২৮ রান।
অথচ চায়ের বিরতির আগে দারুণ বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছিলেন জসপ্রীত বুমরা। দ্রুত তুলে নেন ৩ উইকেট। কিন্তু মার্নাস লাবুশেন (৭০) ও অজি অধিনায়ক প্যাট কামিন্স ৫৭ রানের জুটি গড়ে দলকে একটা ভারসাম্যপূর্ণ জায়গায় নিয়ে গেছেন। তার পর তো শেষ উইকেটে ভারতের হতাশা আরও বাড়িয়েছেন বোল্যান্ড ও লায়ন। ৫৫ রানে অবিচ্ছিন্ন আছেন তারা। স্পিনার লায়ন ৪১ রানে অপরাজিত আছেন, পেসার বোল্যান্ড ব্যাট করছেন ১০ রানে। দিনের শেষ ওভারে এই জুটি ভেঙেছিলেন বুমরা। লায়নকে স্লিপে ক্যাচ বানিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য সেটা ছিল নো বল।
এই মাঠে তিনশ প্লাস রান তাড়া করতে গেলে ভারতকে রেকর্ড গড়তে হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একবারই তিনশর বেশি তাড়া করে জয়ের নজির আছে। সর্বশেষ ১৯২৮ সালে ৩৩২ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড।
অথচ দিনের শুরুটা নিয়ন্ত্রণেই ছিল অস্ট্রেলিয়ার। ৮০ রানে ছিল দুই উইকেট। তার পর ১১ রানের ব্যবধানে পড়েছে ৪ উইকেট! বুমরার ধ্বংসযজ্ঞে ৯১ রানে পড়ে ৬ উইকেট!
ধসের সূচনা করেন মোহাম্মদ সিরাজ। বিদায় দেন স্টিভেন স্মিথকে (১৩)। তার পর ট্রাভিস হেডের উইকেট তুলে টেস্টে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বুমরা। মাইলফলকের পর বুমরা তার পর মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারিকেও দ্রুত বিদায় দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়