বৃটেনে রাজতন্ত্র বিরোধীদের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির অধিকারকর্মীরা। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দেশটির নতুন রাজা হয়েছেন তৃতীয় চার্লস। কিন্তু দেশের অনেকেই তাকে রাজা হিসেবে মানছেন না। কেউ কেউ এই রাজতন্ত্রের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। অনলাইন প্ল্যাটফর্ম রেডিটে গড়ে উঠেছে বিশাল কমিউনিটি যারা বহুদিন ধরেই এই রাজতন্ত্রের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। এবার রানীর মৃত্যুর পর প্রকাশ্যেও দেখা গেছে নতুন রাজাকে তিরস্কার করছেন কেউ কেউ।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, প্রকাশ্যে রাজার বিরুদ্ধে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দেয়া এই ব্যক্তিদের গ্রেপ্তার করেছে বৃটিশ পুলিশ। আর এতে মত প্রকাশের স্বাধীনতা ব্যহত হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার নিয়ে সক্রিয়রা। এডিবার্গে এক সমাবেশে এক নারী প্ল্যাকার্ডে লিখে এনেছিলেন, ‘রাজার শাসন ধ্বংস হোক, রাজতন্ত্র বিলুপ্ত হোক’। কিন্তু তার বিরুদ্ধে শান্তি নষ্টের অভিযোগ দায়ের করা হয়েছে। লন্ডনে আরেক নারী পার্লামেন্টের গেটে দাঁড়িয়ে ‘নট মাই কিং’ বা তিনি আমার রাজা নন প্ল্যাকার্ড প্রদর্শন করায় তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়।
সাম্প্রতিক দিনগুলোতে বৃটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করায় অনেক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফলে প্রশ্ন উঠছে, কর্তৃপক্ষ মানুষের বাক স্বাধীনতা হরণ করছে কিনা। প্রিন্স অ্যান্ড্রুকে কটাক্ষ করায় এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অক্সফোর্ডে অধিকারকর্মী সাইমন হিল জনসমক্ষে প্রশ্ন ছুঁড়ে দেন, কে চার্লসকে রাজা হিসেবে নির্বাচিত করেছে? এ জন্য তাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মকর্তারা তাকে জানান, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে, কিন্তু তাকে আবারও জেরা করা হতে পারে। তিনি বলেন, দেশের প্রধানের নিয়োগ হয়েছে অগণতান্ত্রিক পদ্ধতিতে। এর বিরোধিতা করলে পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে গ্রেপ্তার করছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়