বৃটেনে রাজতন্ত্র বিরোধীদের গ্রেপ্তারে বাক-স্বাধীনতা নিয়ে উদ্বেগ

বৃটেনে রাজতন্ত্র বিরোধীদের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির অধিকারকর্মীরা। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দেশটির নতুন রাজা হয়েছেন তৃতীয় চার্লস। কিন্তু দেশের অনেকেই তাকে রাজা হিসেবে মানছেন না। কেউ কেউ এই রাজতন্ত্রের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। অনলাইন প্ল্যাটফর্ম রেডিটে গড়ে উঠেছে বিশাল কমিউনিটি যারা বহুদিন ধরেই এই রাজতন্ত্রের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। এবার রানীর মৃত্যুর পর প্রকাশ্যেও দেখা গেছে নতুন রাজাকে তিরস্কার করছেন কেউ কেউ। 

আল-জাজিরার খবরে জানানো হয়েছে, প্রকাশ্যে রাজার বিরুদ্ধে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দেয়া এই ব্যক্তিদের গ্রেপ্তার করেছে বৃটিশ পুলিশ। আর এতে মত প্রকাশের স্বাধীনতা ব্যহত হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার নিয়ে সক্রিয়রা। এডিবার্গে এক সমাবেশে এক নারী প্ল্যাকার্ডে লিখে এনেছিলেন, ‘রাজার শাসন ধ্বংস হোক, রাজতন্ত্র বিলুপ্ত হোক’। কিন্তু তার বিরুদ্ধে শান্তি নষ্টের অভিযোগ দায়ের করা হয়েছে। লন্ডনে আরেক নারী পার্লামেন্টের গেটে দাঁড়িয়ে ‘নট মাই কিং’ বা তিনি আমার রাজা নন প্ল্যাকার্ড প্রদর্শন করায় তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়। 

সাম্প্রতিক দিনগুলোতে বৃটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করায় অনেক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফলে প্রশ্ন উঠছে, কর্তৃপক্ষ মানুষের বাক স্বাধীনতা হরণ করছে কিনা। প্রিন্স অ্যান্ড্রুকে কটাক্ষ করায় এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অক্সফোর্ডে অধিকারকর্মী সাইমন হিল জনসমক্ষে প্রশ্ন ছুঁড়ে দেন, কে চার্লসকে রাজা হিসেবে নির্বাচিত করেছে? এ জন্য তাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মকর্তারা তাকে জানান, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে, কিন্তু তাকে আবারও জেরা করা হতে পারে। তিনি বলেন, দেশের প্রধানের নিয়োগ হয়েছে অগণতান্ত্রিক পদ্ধতিতে। এর বিরোধিতা করলে পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে গ্রেপ্তার করছে। 
এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

প্রথমআলো
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়