তালিবানসহ আফগান মিলিশিয়াদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের সৈন্যদের যুদ্ধ চলার সময় অস্ট্রেলিয়ার এলিট ফোর্স কর্তৃক বেআইনিভাবে ৩৯ জন বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। এই অভিযোগের সাপেক্ষে ‘নির্ভরযোগ্য প্রমাণ’ খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
নিজেদের সৈন্যদের করা অন্যায়ের ঘটনা নিয়ে তদন্ত করেছিল খোদ অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ)। চার বছরের দীর্ঘ এই অনুসন্ধান শেষে জানানো হল, হত্যাগুলো ছিল সম্পূর্ণ বেআইনি।
এই অনুসন্ধানে মোট ৫৭টি ঘটনার তদন্ত করা হয় এবং তিনশরও বেশি মানুষের সাক্ষ্য গ্রহণ করা হয়। অনুসন্ধান পরিচালিত হয় মেজর জেনারেল বিচারপতি পল ব্রেরেটনের নেতৃত্বে। অভিযোগের সত্যতা মেলায় এ ঘটনাকে ‘যুদ্ধ সংস্কৃতি’র জন্য ‘লজ্জাজনক রেকর্ড’ হিসেবে অভিহিত করেন এডিএফ প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল। তিনি আফগানিস্তানের জনগণের সঙ্গে এমন আচরণের জন্য ‘আন্তরিক ও অকপটে’ ক্ষমা প্রার্থনা করেছেন।
আজ বৃহস্পতিবার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, এটা আফগান পরিবার ও সম্প্রদায়ের জীবনকে ধ্বংস করে দিয়েছিল এবং অপরিমেয় ব্যথা ও যন্ত্রণার জন্ম দিয়েছিল।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়