ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

আগামী নভেম্বরের মধ্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। একদেশ এক রেট বাস্তবায়ন, পাবজি ও ফ্রি ফায়ার বন্ধের প্রভাব ইত্যাদি নিয়ে কথা বলেছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে।

প্রশ্ন: ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়নের অগ্রগতি কতখানি?

আমিনুল হাকিম: এরইমধ্যে দেশের ৪০-৫০ শতাংশ আইএসপি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) ‘এক দেশ এক রেট’ চালু করেছে। যেসব অপারেটরের ৫০০ ও ৮০০ টাকার প্যাকেজ ছিল না তারা তা চালু করবে। আবার যারা ৮০০ টাকায় ৮ এমবিপিএস বা কমবেশি দিচ্ছিল তারা ১০ এমবিপিএস দিতে শুরু করবে। মোটামুটি সবাই শৃঙ্খলার মধ্যে আসবে। নভেম্বরে মধ্যে পুরোপুরি বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী।

প্রশ্ন: বাস্তবায়ন না হওয়ার কোনও আশঙ্কা আছে?

আমিনুল হাকিম: হবে বলেই আমরা আশাবাদী। কিছু সমস্যা ছিল, সেগুলো দূর হয়েছে। তাছাড়া অভিযোগ করার সুযোগ তো আছেই। বিটিআরসিতে অভিযোগ জানানো যাবে। আইএসপিএবিতেও অভিযোগ করা যাবে। আমাদের আলাদা হেল্প ডেস্ক থাকবে গ্রাহকদের জন্য।

প্রশ্ন: আইএসপিগুলোকে কোনও প্যাকেজ অফারের আগে প্রাইস অ্যাপ্রুভাল নিতে হবে বিটিআরসি থেকে। এতদিন যা নিতে হয়নি।

আমিনুল হাকিম: এই খাতে শৃঙ্খলা খুব দরকারি। আইএসপিগুলো এতদিন নিজেদের মতো করে প্যাকেজ রেট ঠিক করতো। এখনও করবে। তবে নিয়মের মধ্যে এসে (গ্রেড অব সার্ভিস নীতিমালা)। এক দেশ এক রেট নীতিমালার মধ্যে প্যাকেজ রেট বিটিআরসির কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। এতে গ্রাহকরা সেবা ঠিকমতো না পেলে অভিযোগ জানাতে পারবেন।

প্রশ্ন: এক দেশ এক রেট বাস্তবায়ন হলে গ্রাহকের উপকার কী?

আমিনুল হাকিম: কিছু কিছু জায়গায় গ্রাহকের খরচ কমবে। তবে গ্রাহক খরচ কমাতে চান না বলেই আমাদের মনে হয়েছে। যে গ্রাহক আগে যে পরিমাণ বিল দিতেন, দেখা যাবে তিনি সেটার বিনিময়ে এখন ডাটা ও স্পিড বাড়িয়ে নিতে চাইবেন। আগেও এমনটা হয়েছে। আমরা সেভাবেই সার্ভিস দিয়ে থাকি।

প্রশ্ন: নতুন নিয়মে কি আইএসপিগুলোর খরচ বাড়লো?

আমিনুল হাকিম: আমাদের খরচ বাড়বে। তবে ব্যবসা বাড়লে সেই খরচ কমে আসবে। কিছু কিছু ন্যাশনওয়াইড আইএসপি প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে চায়। তাদের ব্যান্ডউইথ টান্সমিশন চার্জ বাড়বে। ব্যান্ডউইথেরও খরচ বাড়বে। তখন ট্রান্সমিশন খরচ যাতে না বাড়ে সেজন্য তারা আন্তঃজেলায় ব্যান্ডউইথের ভলিউম বাড়ানোর চেষ্টা করবে।

প্রশ্ন: সরকার পাবজি ও ফ্রি ফায়ার ব্লক করেছে। এতে কি ব্যান্ডউইথ ব্যবহারে প্রভাব পড়েছে?

আমিনুল হাকিম: সেই অর্থে কোনও প্রভাব পড়েনি। ব্যান্ডউইথের ব্যবহার ২৬৫০ জিবিপিএসই আছে। দুটি গেম ব্লক করাটা সমুদ্র থেকে এক বালতি পানি সরানোর মতো। এগুলো ব্লক করা মানে যে অন্য গেমস খেলাও বন্ধ হবে তা নয়, এ সময় অন্য কিছু ব্রাউজ করলেও ব্যান্ডউইথে প্রভাব পড়বে। সেই অর্থে প্রভাব পড়েনি।
এই বিভাগের আরও খবর
একই সঙ্গে দুই পর্দা ব্যবহার করা যায় এই ল্যাপটপে

একই সঙ্গে দুই পর্দা ব্যবহার করা যায় এই ল্যাপটপে

দৈনিক ইত্তেফাক
যে পরিকল্পনা নিয়ে চীন সফরে গেলেন ইলন মাস্ক

যে পরিকল্পনা নিয়ে চীন সফরে গেলেন ইলন মাস্ক

বিডি প্রতিদিন
ব্যান হলে হোয়াটসঅ্যাপ!

ব্যান হলে হোয়াটসঅ্যাপ!

সমকাল
বিটিসিএল ডোমেইন সার্ভারে ত্রুটি, অনেক ওয়েবসাইট বন্ধ!

বিটিসিএল ডোমেইন সার্ভারে ত্রুটি, অনেক ওয়েবসাইট বন্ধ!

ভোরের কাগজ
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে লগইন করা আছে বুঝবেন যেভাবে

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে লগইন করা আছে বুঝবেন যেভাবে

প্রথমআলো
সাধ এবং সাধ্যের অপূর্ব সমন্বয় ‘সিম্ফনি জেড৭০’

সাধ এবং সাধ্যের অপূর্ব সমন্বয় ‘সিম্ফনি জেড৭০’

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়