ভারতের তিন বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

ভারতে বোমা হামলার হুমকির পর নিউরইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দেশটির রাজধানী দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। এছাড়াও দেশটির ইন্ডিগোর বিমান বহরের আরও দুটি বিমানের ফ্লাইটেও একই হুমকি দেওয়া হয়। পরে বিমান দুটিকে তল্লাসি করা করা হয়। 

সোমবার (১৪ অক্টোবর) ভারত সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রক কমিটির নির্দেশে বিমানটি জরুরি অবতরণ করা হয়। অন্যদিকে ইন্ডিগোর বিমানের ফ্লাইট রুট ছিল- মুম্বাই থেকে ওমানের রাজধানী মাস্কাট ও মুম্বাই থেকে সৌদি-আরবের জেদ্দা নগরী।

এনডিটিভি জানিয়েছে, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) মোট তিনটি বিমানে বোমা হামলার হুমকির পেয়েছে। সংস্থাটি জানায়, একটি ইন্ডিগো ফ্লাইটকে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্য দুটি বিমান নিরাপত্তা নিশ্চিত শেষ হলে শীঘ্রই ওড়ার অনুমতি পাবে।" 

আরও জানিয়েছে, এয়ার ইন্ডিয়া নামের একটি ফ্লাইট মুম্বাই থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে বোমা হামলার হুমকির মুখে নিরাপত্তা ইস্যুতে আবার দিল্লি ফেরত আসে। সোমবার সকালে ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। তবে বিমান থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন। 

ভারত পুলিশের ডিসিপি (আইজিআই) উষা রঙ্গনানি জানান, বিমানটি বর্তমানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। বিমানের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানের ২৩৯ যাত্রী এবং ১৯ জন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিমানটি কঠোর নিরাপত্তা পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অপ্রত্যাশিত ঘটনায় যাত্রীদের অসুবিধা কমানোর চেষ্টা করছেন গ্রাউন্ডে থাকা আমাদের কর্মীরা। নিরাপত্তা প্রোটোকল সম্পন্ন হলে যাত্রীদেরকে হোটেলে স্থানান্তরিত করা হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, ফ্লাইটটি ১৫ অক্টোবর সকালে পুনঃনির্ধারণ করা হয়েছে৷ আমরা সমস্ত যাত্রীদের ধৈর্য এবং সহযোগিতার প্রশংসা করছি৷ এয়ার ইন্ডিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং তার যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। 
এই বিভাগের আরও খবর
বিহারে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ২০

বিহারে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ২০

কালের কণ্ঠ
কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ‘মারাত্মক ভুল’ করেছে ভারত: ট্রুডো 

কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ‘মারাত্মক ভুল’ করেছে ভারত: ট্রুডো 

বাংলা ট্রিবিউন
জম্মু-কাশ্মীরে শপথ গ্রহণ নতুন সরকারের, মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

জম্মু-কাশ্মীরে শপথ গ্রহণ নতুন সরকারের, মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

বিডি প্রতিদিন
ভারতের তিন বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

ভারতের তিন বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

দৈনিক ইত্তেফাক
এবার ট্রাম্পের সমাবেশ থেকে অস্ত্রধারী গ্রেফতার

এবার ট্রাম্পের সমাবেশ থেকে অস্ত্রধারী গ্রেফতার

যুগান্তর
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে হারিকেন মিল্টন, নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা 

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে হারিকেন মিল্টন, নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা 

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া