করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় প্রবাহে ভারতে মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গতকাল দেশটিতে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন। এ নিয়ে ভারতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়াল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এ সংখ্যা আরো বেশি। বহু মানুষ হাসপাতালের শয্যা পাওয়ার অপেক্ষায় থাকতে থাকতেই মারা যাচ্ছে। কেউ মারা যাচ্ছে উচ্চমাত্রার অক্সিজেনের সরবরাহের অভাবে।
ভারতে গতকাল ৩ লাখ ৬০ হাজার ৯২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে বিশ্বের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল দেশটির কর্নাটক রাজ্যে একদিনে ৩৯ হাজার ৪৭ জন কভিড পজিটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে সংক্রমণ শনাক্তের সর্বোচ্চ হার ছিল বেঙ্গালুরু শহরে। সেখানে একদিনে ২২ হাজার ৫৯৬ জনকে শনাক্ত করা হয়। সব মিলিয়ে কর্নাটকে তিন লাখের বেশি কভিড পজিটিভ রোগী রয়েছে। এর মধ্যে দুই লাখই বেঙ্গালুরুতে।
এমন পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার বা প্রয়োজনীয় ওষুধ মজুদ করে না রাখতে সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন দিল্লির হাইকোর্ট। গতকাল হাইকোর্ট বলেন, অন্যরা মজুদ করে রাখলে যার প্রয়োজন সে হয়তো সময়মতো ওষুধ বা অক্সিজেন পাবে না।
আগামী মাস থেকে শুরু হচ্ছে ভারতে গণটিকাদান কর্মসূচি। গতকাল থেকে টিকার জন্য নাম নিবন্ধন শুরু হয়েছে। তবে বহু মানুষ একসঙ্গে নিবন্ধনের চেষ্টা করায় শুরুতে ওয়েবসাইটে কিছু ত্রুটি দেখা দেয়। দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসতে থাকে। অবশ্য দ্রুতই সমস্যার সমাধান করে নিবন্ধন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়