করোনাভাইরাসে এক দিনে সর্বাধিক সংক্রমণে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে ভারত। দেশটি এখন করোনা সংক্রমণ ও মৃত্যুতে প্রায় প্রতিদিনই আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৯৫ হাজার ৪১ জন, যা দেশটিতে এক দিনে আক্রান্ত সংখ্যায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড। শুধু তাই নয়, করোনা শুরুর পর এ পর্যন্ত এক দিনে এত সংখ্যক মানুষ এককভাবে কোনো দেশেই আর আক্রান্ত হওয়ার রেকর্ড নেই। ফলে এটি বিশ্ব রেকর্ডও বটে বলে জানা যাচ্ছে।
এর আগে সোমবার ভারতে দুই লাখ ৭৩ হাজার মানুষ এক দিনে আক্রান্ত হয়। এটিও ছিল বিশ্ব রেকর্ড। কারণ এর আগে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে এক দিনে দেড় লাখ মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা ছিল করোনার প্রথম ঢেউয়ে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯ রোগীদের মধ্যে আরো দু’হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। এক দিনে মৃত্যুর হিসেবে এটি দেশটিতে সর্বোচ্চ রেকর্ড। এর আগের দিন এই সংখ্যা ছিল ১৭ শ’র কিছু বেশি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়