পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে ৩০ ঘণ্টা সময় লেগেছিল ইমরান খানের। বৃহস্পতিবার ভোরে জিন্নাহ অ্যাভিনিউতে ভাষণের সময় এই কথা জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান। রেড জোনে অবস্থানের সিদ্ধান্ত নিলেও ভাষণের পর চলে যান তিনি। তবে সমর্থকরা সেখানেই অবস্থান করছিলেন।
আজাদি মার্চের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, ‘সরকারকে বার্তা দিচ্ছি, ছয় দিনের মধ্যে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা না দিলে এই সময়সীমার পর আমি আবার ইসলামাবাদে আসব।’
ইমরান খান বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম, নতুন নির্বাচনের ঘোষণা না দেয়া পর্যন্ত এই রেড জোনে অবস্থান ধর্মঘট করব। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা দেখলাম, তাতে মনে হচ্ছে, সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে। আমি এবং আমার সমর্থকরা যদি এখানে অবস্থান ধর্মঘট শুরু করি, তাহলে তাদের আরো সুবিধা করে দেয়া হবে।’
তিনি বলেন, আমাদের এই আজাদি মার্চে ব্যাঘাত ঘটাতে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। আমাদের বাড়ি-ঘরে অভিযান চালিয়ে তছনছ করেছে। তবে তারা যা-ই করুক, আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।
ইমরান খান বলেন, করাচিতে পিটিআইয়ের তিন কর্মী নিহত হয়েছেন। দু’জনকে রাবি ব্রিজ থেকে ফেলে দেয়া হয়েছে। এছাড়া হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ভাষণের পর ইমরান খান ইসলামাবাদের আবাসিক এলাকা বানি গালায় চলে যান। তবে তার সমর্থকরা রেড জোনেই অবস্থান নেন। বেশিরভাগ বিক্ষোভকারীই বুধবার রাতে থেকে সেখানে অবস্থান করছিলেন। বড় ধরণের কোনো সমাবেশের আশায় সেখানে জড়ো হয়েছিলেন তারা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়