অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে সান মামেস বারিয়া স্টেডিয়ামে স্প্যানিশ লা লিগায় স্বাগতিকদের ১-০ গোলে হারায় ব্লাউগ্রানারা। বার্সার সহজ জয়ে হাত ছিল ভিএআরেরও। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪৫+১ মিনিটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা উড়ালে মুহূর্তেই ম্লান হয়ে যায় ব্লাউগ্রানাদের আনন্দ। এরপর অবশ্য ভিএআরের সাহায্যে গোল পায় কাতালানরা। ৮৮তম মিনিটে সমতায় ফেরার আনন্দে আন্দোলিত হয় সান মামেসে উপস্থিত বিলবাও সমর্থকরা। সমতাসূচক গোলটি করেছিলেন অ্যাটলেটিক ক্লাবের স্প্যানিশ ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস। তবে ২ মিনিট পরেই বিলবাও সমর্থকদের হাসি মিইয়ে যায় ভিএআরের সিদ্ধান্তে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জানায় গোলের সময় বিলবাওয়ের ইকার মুনিয়াইনের হাতে লেগেছে বল।
গোল বাতিল হয়। হ্যান্ডবল পায় বার্সেলোনা। এরপর অতিরিক্ত সময়ে দু’টি হাফচান্স তৈরি করেও ম্যাচে ফিরতে পারেনি অ্যাটলেটিকো বিলবাও। দলের পারফরম্যান্সে আনন্দ প্রকাশ করেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দল যেভাবে প্রতিযোগিতা করছে, তাতে আমি গর্বিত।’
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে চাপে ছিল বার্সেলোনা। জাভি বলেন, ‘আমরা সব ম্যাচেই চাপে থাকি। কেননা আমরা লীগ চ্যাম্পিয়ন হতে চাই। ছেলেদের আমি বলেছিলাম, ম্যাচটিকে যেন ফাইনাল ভেবে খেলে। আর আমরা আমাদের মান দেখিয়েছি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়