দেশে করোনাভাইরাসের টিকার প্রথম প্রয়োগ হয়েছে গতকাল। বিকালে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, সামরিক বাহিনীর সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাসহ ২৬ জনকে টিকা দেয়া হয়।
এ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, সময়মতো এ ভ্যাকসিনটা ক্রয় এবং আনতে পেরেছি। এখন তা প্রয়োগের মাধ্যমে আমাদের মানুষকে আমরা সুরক্ষা দিতে সক্ষম হব। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
প্রধানমন্ত্রী এ সময় ভ্যাকসিন দেয়ার এবং গ্রহণে যারা সাহস করে এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি আশা করি আমরা যে যাত্রা করলাম এর মাধ্যমে দেশের মানুষ করোনাভাইরাস থেকে মুক্তি পাবে। করোনাভাইরাস মোকাবেলায় সমর্থন জানানোর জন্য দেশবাসীকেও ধন্যবাদ।
কভিড-১৯ ভ্যাকসিন গ্রহণকারীদের সুস্বাস্থ্য কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এরপর আমরা সারা বাংলাদেশেই এ ভ্যাকসিন দেব। আমাদের দেশের মানুষ যাতে স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে সে ব্যবস্থাই আমরা করব। ভারত সরকারকেও আমরা ধন্যবাদ জানাই। তারা আমাদের ২০ লাখ ডোজ টিকা উপহারস্বরূপ দিয়েছে। আমরা যে ৩ কোটি ৪০ লাখ ডোজ কিনেছি, তার ৫০ লাখ ডোজ এসেছে।
আমরা দিতে শুরু করলে বাকি ডোজও আসতে শুরু করবে। এ ব্যাপারে কোনো সমস্যা হবে না। সবার সহযোগিতা চাই। সবকিছু যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে সবাই নজর রাখবেন। বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক দিন হলো। কারণ বিশ্বের অনেক দেশ এখনো ভ্যাকসিন দেয়া শুরু করতে পারেনি। সেখানে আমাদের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশ, আমরা যে সীমিত অর্থনৈতিক শক্তি নিয়ে মানুষের কল্যাণে কাজ করি সেটাই আজকে প্রমাণ হলো।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়