ভ্যালেন্টাইনের রক্তাক্ত কাহিনী কি জানেন?

দিনক্ষণ দেখে নিশ্চয়ই প্রেম হয় না। আগেপরে সবার জীবনে একবার প্রেম আসে। সেই কৈশোর বেলায় মানুষের মনে জন্ম হয় প্রেমের। কারও জীবনে প্রেম ভালোবাসা এসে ঝড়, বন্যা জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নেয় পরিণয়ের দিকে, আবার কারও জীবনে প্রেম মানেই একরাশ বিষাদ।

ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই নানা আয়োজন ঘিরে শুরু হতে থাকে ভালোবাসা দিবসে উদ্‌যাপনের কার্যকলাপ। নতুন নতুন ভালোবাসার নাগাল পাওয়া যুগলদের মধ্যে ফেব্রুয়ারির ৭ তারিখ থেকেই যেন চলতে থাকে সপ্তাহব্যাপী উৎসব। ভালোবাসার বিশেষ দিনটির প্রস্তুতি পর্বও বলা যেতে পারে।

প্রিয়জনকে গোলাপ দিয়ে শুরু। এর পর প্রেমের প্রস্তাব দিয়ে, চকোলেট দিবস সেইসঙ্গে টেডি হাতে নিয়ে পাশে থাকার অঙ্গীকার করেন। এখানেই শেষ নয়, এরপর একে অপরকে বাহুডোরে জড়িয়ে ধরার দিনও আছে। শুধু তাই নয়, চুম্বন দিয়ে শেষমেশ বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন ডের দেখা মেলে। এই ভালোবাসা দিবস পর্যন্ত আসতে কম বেগ পোহাতে হয় না।

আর ভালোবাসা দিবসে লাল রঙে সাজিয়ে তোলেন সবাই নিজেকে। দিনটিতে লাল রঙের পোশাক, লাল গোলাপ, লাল বেলুন হাতে শহরের বিভিন্ন জায়গায় যুগলদের ভিড়ও জমে যায়। দিনজুড়েই প্রিয় মানুষের হাত ধরে ঘুরে বেড়ানো হয় শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

এই যে সবাই বলেন ভালোবাসার রঙ লাল। এর পেছনে রয়েছে এই রক্তাক্ত ইতিহাস। এই ইতিহাস জানতে ফিরে যেতে হবে অনেকটা পেছনে।

পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস, ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে ঘোষণা করেছিলেন। ইতিহাসের পাতা ঘাঁটলেই জানা যায়, সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের কথা। রোমের বাসিন্দা খ্রিস্টধর্মের পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের কথা স্মরণ করেই উদ্‌যাপিত হয়েছিল এই দিনটি। সে দেশে নিষিদ্ধ হওয়া খ্রিস্টধর্ম প্রচারের জন্য রোমের তৎকালীন সম্রাট রাজা দ্বিতীয়ত ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনকে কারাগারে বন্দি করার আদেশ দেন।

সেখানে আটক থাকাকালীন দৃষ্টিহীন এক নারীর চিকিৎসা করে চোখের দৃষ্টি ফিরিয়ে দেন তিনি। দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে তার জয়গান। ভ্যালেন্টাইনের এই জনপ্রিয়তায় রাজা ক্লডিয়াস ক্রোধে ফেটে পড়েন এবং তাকে নিশ্চিহ্ন করতে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি। সেন্ট ভ্যালেন্টাইন জানাতে চেয়েছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবপ্রেম নিয়ে। 
এই বিভাগের আরও খবর
এপ্রিলের পূর্ণিমা, গোলাপি চাঁদের রাত

এপ্রিলের পূর্ণিমা, গোলাপি চাঁদের রাত

বিডি প্রতিদিন
‘রূপান্তর’ বিতর্কে যা বললেন জোভান

‘রূপান্তর’ বিতর্কে যা বললেন জোভান

ভোরের কাগজ
প্রাক্তন সেনাকে বিয়ে করলেন অভিন্ন শরীরের যমজ বোন

প্রাক্তন সেনাকে বিয়ে করলেন অভিন্ন শরীরের যমজ বোন

মানবজমিন
নিঝুমদ্বীপে পুকুরে পাওয়া গেল ১০ কেজি ইলিশ

নিঝুমদ্বীপে পুকুরে পাওয়া গেল ১০ কেজি ইলিশ

নয়া দিগন্ত
গাজীপুরে ৩০০ গ্রাম ওজনের শিলা

গাজীপুরে ৩০০ গ্রাম ওজনের শিলা

দৈনিক ইত্তেফাক
সবচেয়ে বেশি ও কম সময় ধরে রোজা রাখবেন যে দেশের মানুষ

সবচেয়ে বেশি ও কম সময় ধরে রোজা রাখবেন যে দেশের মানুষ

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়