গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এখন দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় কারারুদ্ধ করে গৃহ অন্তরিন করে রাখা হয়েছে তাকে।
বর্তমানে দেশে ছদ্মবেশে একদলীয় স্বৈরাচার সরকার পরিচালিত হচ্ছে এ কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, কর্মসূচি পালনে জিয়ার সমাধিতে আসতেও বাধা দিয়েছে সরকার ও প্রশাসন।
এ সময় তিনি জিয়াউর রহমান বাংলাদেশের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ তাকে নিয়ে সমালোচনা, তার মরদেহ নিয়ে কটূক্তি এমন বক্তব্য জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়।
বুধবার (০১ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু জিয়ার সমাধিতে লাশ আছে কি নেই, সেই প্রশ্ন। বিএনপির প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকীর দিনেও একই ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে জড়িয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিবসহ সিনিয়র নেতারা। এ সময় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জিয়ার মাজার ইস্যুতে ক্ষমতাসীনদের বক্তব্য দুঃখজনক। প্রশ্ন তোলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর মুক্তিযুদ্ধ করা নিয়েও।
শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে এবং খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম।
এদিকে বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি রুবাইয়াত জামান বলেন, বিএনপি নেতা বা কর্মীরা যারা এখানে এসেছেন তারা কিন্তু বাধাহীনভাবে এখানে প্রবেশ করেছেন। তারা তাদের কর্মসূচি যথাযথ পালন করে চলেও গেছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়