চট্টগ্রাম সমুদ্র বন্দরে চলছে ৯ নম্বর মহাবিপৎসংকেত। আবহাওয়া অফিস সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। চট্টগ্রাম জেলা প্রশাসনও নিরাপদ আশ্রয়ে থাকতে বলছে জনসাধারণকে। কিন্তু চট্টগ্রামের সব স্কুল, কলেজ ও মাদ্রাসাতে ক্লাস চলছে।
সাগর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের স্কুলেও এখন ক্লাস চলতে দেখা গেছে। অথচ চট্টগ্রামে এখন খারাপ হচ্ছে আবহাওয়া পরিস্থতি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুরু হয়েছে দমকা হাওয়া। বিরূপ এই আবহাওয়ার মধ্যে সন্তানরা কিভাবে আসবে স্কুল থেকে-তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। কিন্তু দায়িত্বশীলরা বলছেন, ‘উপরের নির্দেশনা না থাকায়’ তারা স্কুল কলেজে ছুটি দিচ্ছেন না।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সাদি উর রহিম জাদিদ আজ দুপুর দেড়টায় সমকালকে বলেন, ‘মহাবিপৎসংকেতে স্কুল-কলেজ ছুটি হওয়ার কথা। কেন তা হলো না তা খোঁজ নিচ্ছি।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ও পাহাড়তলী থানার শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ বললেন, ‘উপরের নির্দেশনা না পাওয়ায় তারা স্কুল ছুটি দিতে পারছেন না।’
এদিকে চট্টগ্রামের উপকূলবর্তী সব স্কুল-কলেজে দুপুরে ক্লাস চলার খবর পাওয়া গেছে। সাগর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে নগরীর হালিশহর এলাকা। সেখানকার বিভিন্ন স্কুলেও ক্লাস চলছে এখনো। হালিশহর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ স্কুল খোলা থাকার কথা স্বীকার করে বলেন, ‘জানি মহাবিপৎসংকেত চলছে। কিন্তু কোনো নির্দেশনা তো পাইনি। তাই স্কুল খোলা আছে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়