ইউক্রেনের দক্ষিণ সীমান্তে কৌশলগত অবস্থানের কারণে মারিওপোল শহরটি রাশিয়ান বাহিনীর ক্রমাগত হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এই শহরটিকে চার্তুদিক থেকে রীতিমতো অবরুদ্ধ করে রেখেছে রুশ সামরিক বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মারিওপোলে এক লাখের মতো মানুষ আটকা পড়েছেন। সেখানে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মারিওপোলে এক লাখের মতো মানুষ অবরুদ্ধ হয়ে আছে। যা মারিওপোলের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে দেওয়া এক ভাষণে তিনি বলেন, তাদের কাছে কোনো খাদ্য, পানি ও ঔষধ নেই। সেখানে সম্পূর্ণ 'অমানবিক পরিস্থিতিতে' আটক পড়েছেন তারা। রুশ সেনাদের গোলাবর্ষণ অব্যাহত থাকায় পুরো শহর বিপর্যস্ত।
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের কর্মকর্তারা এবং মিত্ররা শহরে সহায়তা পেতে এবং আরও বেসামরিক লোকদের নিরাপদে সরিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করছে, তিনি বলেছিলেন। মঙ্গলবার প্রায় ৭ হাজার বেসামরিক নাগরিক শহর থেকে নিরাপদে সরে যেতে সক্ষম হয়।
জেলেনস্কি জানান, গত কয়েক সপ্তাহ ধরেই মারিওপোলে নির্বিচারে গুলি চালানো হয়েছে। রাষ্ট্রীয় জরুরি কর্মী ও বাস চালকদের বন্দী করা হয়েছে। এমনকি মঙ্গলবার মারিওপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় সেখানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়