মিরাজের বিদায়ে পড়লো অষ্টম উইকেট

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বাজে শটে আফিফ হোসেনের উইকেট পতনের পর মিরাজও তেমন কিছু করতে পারলেন না। ভারত সিরিজে ত্রাতা হয়ে উঠা মিরাজ আর্চারের বলে উইকেটের পেছনে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন। ১৯ বলে করেছেন ৭ রান। 

৪৩ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৮৩ রান। ব্যাট করছেন তাইজুল (১) ও তাসকিন আহমেদ (৩)।

বিপদ আরও বাড়িয়ে দিয়েছেন আফিফ
শান্ত-মাহমুদউল্লাহর জুটি দারুণ ভাঙার পর বিপদে পড়ে যায় স্বাগতিক দল। নতুন নামা আফিফ হোসেন সেই বিপদ থেকে দলকে উদ্ধার করতে পারেননি। বরং অভিষিক্ত উইল জ্যাকসের বলে বাজে শটে ক্যাচ দিয়ে দলের বিপদ আরও বাড়িয়েছেন। ফেরার আগে ১২ বলে ৯ রান করেছেন।

শান্ত-মাহমুদউল্লাহর বিদায়ে বিপদে বাংলাদেশ
লিটন, তামিম, মুশফিক, সাকিবদের বিদায়ের পর প্রান্ত আগলে শান্ত জুটি করে এগোচ্ছিলেন। মুশফিক-সাকিবের বিদায়ের পর মাহমুদউল্লাহকে নিয়ে যোগ করেন ৫৩ রান। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো এই জুটি ভেঙেছেন আদিল রশিদ। বেশ কয়েকবার জীবন পাওয়া শান্তর ক্যাচ এবার আর মিস হয়নি। মিড উইকেটে ক্যাচটি হাতে জমিয়েছেন রয়। প্রথম ওয়ানডে ফিফটি পাওয়া শান্ত ৮২ বলে ৫৮ রানে ফিরেছেন। তার ইনিংসে ছিল ৬টি চার।      

শান্তর পরের ওভারে সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহও। উডের বলে গ্লাভসবন্দি হয়েছেন তিনি। অবশ্য শুরুতে সফট সিগন্যাল ছিল নটআউট। পরে রিভিউ দেখার পরেই নিশ্চিত হয় বল মাহমুদউল্লাহর ব্যাট ছুঁয়ে গেছে। দ্রুত দুই ব্যাটার ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় স্বাগতিক দল। ফেরার আগে মাহমুদউল্লাহ ৪৮ বলে ৩১ রান করেছেন। তাতে ছিল ৩টি চার।  

ওয়ানডেতে প্রথম ফিফটি শান্তর
মুশফিকের পর পর সাকিবও দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিক দল। তবে প্রান্ত আগলে সেই ধাক্কা কাটিয়ে উঠতে অবদান রাখছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলের দুর্দান্ত ফর্ম টেনে এনেছেন এই ম্যাচেও। ১৬তম ম্যাচে এসে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন। যদিও তাতে ভাগ্যের ছোঁয়া রয়েছে। জীবন পেয়েছেন বেশ কয়েকবার। 

মুশফিকের পর দ্রুত সাজঘরে সাকিব
মুশফিকের বিদায়ে গুরুত্বপূর্ণ জুটি ভাঙার পর শান্তর যোগ্য সঙ্গী হতে পারেননি সাকিব। মঈন আলীর স্পিনে পরাস্ত হয়ে দ্রুতই সাজঘরে ফিরেছেন। সুইপ করতে গিয়ে ৮ রানে বোল্ড হয়েছেন বামহাতি অলরাউন্ডার। তার ১২ বলের ইনিংসটি ছিল ১ চারে সাজানো।  
এই বিভাগের আরও খবর
প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রথমআলো
বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

সমকাল
পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

কালের কণ্ঠ
আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

কালের কণ্ঠ
৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

ভোরের কাগজ
রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

যুগান্তর
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়