ক্ষমতায় আসার স্বপ্নপূরণ হয়নি ঠিকই, কিন্তু বাংলার বিধানসভায় জেতা আসনের প্রেক্ষিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পাচ্ছে বিজেপি। তার পরেই দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে, কে হবেন বিধানসভায় বিরোধী দলনেতা? দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বারবার প্রশ্ন করা হলেও তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। অবশেষে সেই কেন্দ্রীয় নেতৃত্বের তরফেই ঘোষণা করা হল বিরোধী দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নাম— কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। শনিবার বিজেপি-র পক্ষ থেকে অরুণ সিংহ এক বিজ্ঞপ্তি দিয়ে জানান এই কথা।
বিরোধী দলনেতা কে হবেন, তাতে পাল্লা ভারী দু’জনের। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী। দলের মধ্যে তুলনায় ‘আদি’ মুকুল কৃষ্ণনগর উত্তর আসন থেকে জিতেছেন। রাজনীতিতে দীর্ঘ দিনের অভিজ্ঞ মুকুল এই প্রথম বার বিধায়ক হলেন। অন্যদিকে, নন্দীগ্রাম কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু ইতিমধ্যেই ‘জায়ান্ট কিলার’-এর স্বীকৃতি পেয়েছেন। তাই বিরোধী দলনেতা হিসেবে এই দু’জনের নামই বারবার উঠে এসেছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়