মৃত্যুর আগে যাত্রীর ফেসবুক লাইভ, দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য

নেপালে বিধ্বস্ত ইয়েতি এয়ারলাইনসের বিমানের ধ্বংসাবশেষ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাতে ধারণ করা ফেসবুক লাইভে দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য।

এটি ছিল দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে ওই বিমানে থাকা এক যাত্রীর ফেসবুক লাইভ করা একটি ভিডিও ফুটেজ।

রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে দুই-ইঞ্জিন বিশিষ্ট এটিআর-৭২ বিমানটি ৭২ আরোহী নিয়ে পর্যটনস্থল পোখারার উদ্দেশে রওনা হয়। কিন্তু বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত হয় বিমানটি। এতে বিমানটিতে থাকা সব আরোহী প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনাকবলিত বিমানে পাঁচ ভারতীয় ছিলেন, যাদের সবাই দেশটির উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের মধ্যে সোনু জয়সওয়াল নামে এক যুবক বিমানটি অবতরণের কিছু সময় আগে ফেসবুক লাইভ করছিলেন। আর লাইভ চলাকালীন সময়েই বিমানটি বিধ্বস্ত হয়, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

ভিডিওটিতে দেখা যায়, বিমানের ভেতরে বসে থাকা যাত্রীদের ভিডিও করা হচ্ছে। অবতরণের আগে জানালা থেকে দেখা যাচ্ছে শহর। কিন্তু হঠাৎই বিস্ফোরণ ঘটে। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে জানালার বাইরে ভয়াবহ আগুন দেখা যায়। 

যদিও ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি এনডিটিভি। 

নেপালের সাবেক এমপি ও নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য অভিষেক প্রতাপ শাহ এনডিটিভিকে ওই ভিডিও পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পাওয়ার কথা জানিয়েছেন তিনি। তার সেই বন্ধু আবার ভিডিওটি পুলিশের কাছ থেকে পাওয়ার কথা জানিয়েছেন। 

এদিকে পোখারায় বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা, বক্সটি থেকে দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যাবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নেপালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বিমানটির ব্ল্যাকবক্সের সন্ধান পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা।  

এদিকে, এ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটিতে ৬৮ যাত্রী ও ৪ ক্রু ছিলেন।  
এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

প্রথমআলো
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়