ম্যানসিটির জয়রথ থামালো ব্রাইটন

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে টানা ১২ ম্যাচ জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। শিরোপা জয় নিশ্চিত হওয়ার ফলে নিজেদের মধ্যে হয়তো কিছুটা রিল্যাক্স ভাব চলে এসেছে সিটি ফুটবলারদের। সে কারণেই ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে ফিরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। থেমে গেছে টানা জয়ের রেকর্ডও।

ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে প্রিমিয়ার লিগ নিশ্চিত করে ফেলেছে তারা। গত ৬ বছর ৫ বার প্রিমিয়ার লিগ শিরোপা এসেছে পেপ গার্দিওলার হাতে।

ব্রাইটনের মাঠে ২৫তম মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। কিন্তু ৩৮তম মিনিটে হুলিও এনচিসোর গোলে সমতায় ফেরে ব্রাইটন। এরপর ম্যাচের বাকি অংশে আর কোনো গোল পায়নি কোনো দলই।

ম্যানসিটির বিপক্ষে জয় কিংবা ড্র, ব্রাইটনের সামনে বিশাল এক সুযোগ সৃষ্টি হয়ে যাওয়া। সে সুযোগটাই পেয়ে গেলো ম্যানসিটির সঙ্গে ড্র করে। কারণ, এই ড্র’য়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ষ্ঠ স্থান নিশ্চিত হলো ব্রাইটনের। সে সঙ্গে ক্লাব ইতিহাসে এই প্রথম কোনো ইউরোপিয়ান পর্যায়ের টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে তারা।

৬ষ্ঠ স্থানে থাকার কারণে আগামী ইউরেপা লিগে খেলার সুযোগ পাবে ব্রাইটন। লিগে ম্যাচ বাকি একটা। সপ্তম স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে ব্রাইটন। শেষ ম্যাচে যদি তারা হেরেও যায় এবং অ্যাস্টন ভিলা জিতে যায়, তাতেও কোনো সমস্যা হবে না। ব্রাইটনই থাকবে ৬ নম্বরে এবং তারাই খেলবে আগামী ইউরোপা লিগে। ৫ম স্থানে থাকা লিভারপুলেরও খেলতে হবে ইউরোপা লিগে।

ইউরোপা লিগে খেলতে পারবে- এ খুশিতে বেশ উল্লসিত ব্রাইটন খেলোয়াড় এবং সমর্থকরা। ব্রাইটন গোলরক্ষক জ্যাসন স্টিলস বলেন, ‘কি অসাধারণ এক অর্জন এটা আমাদের! দুর্দান্ত একটি ক্লাব। অসাধারণ খেলোয়াড়ের একটি গ্রুপ। একসঙ্গে থাকা, নিজেদের মধ্যে একই সংস্কৃতি গড়ে ওঠা- সব মিলিয়ে আমরা শীর্ষস্থানে একজন দারুণ কোচের অধীনে খেলে উঠে এসেছি।’

জিততে পারতো ম্যানসিটিই। কারণ, প্রথমার্ধে ড্যানি ওয়েলব্যাকের একটি গোল বাতিল করে দেয়া হয়। দ্বিতীয়ার্ধে গোল বাতিল করা হয় আরলিং হালান্ডের। প্রতিপক্ষ খেলোয়াড়ের শার্ট টেনে ধরেছিলেন এ অপরাধে ভিএআর দেখে গোল বাতিল করা হয়।
এই বিভাগের আরও খবর
লেভানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা

লেভানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা

কালের কণ্ঠ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 

দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 

বাংলা ট্রিবিউন
প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রথমআলো
বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

সমকাল
পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

কালের কণ্ঠ
আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়