যুক্তরাষ্ট্রে এবার উত্তাপ ছড়াতে পারে গর্ভপাতের ওষুধ ইস্যু

গর্ভপাতের আইনি অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে। ধারণা করা হচ্ছে, এবার গর্ভপাতের বড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ নতুন মোড় নিতে পারে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের গর্ভপাতের আইনি অধিকার বাতিলে আদালতের সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রশাসন গর্ভপাতের ওষুধের সহজলভ্যতার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। বেশ কিছু অঙ্গরাজ্যে রক্ষণশীল দল গর্ভপাত ওষুধের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিতে পারে।

৫০ বছরের পুরোনো গর্ভপাতের সাংবিধানিক সুরক্ষাবিষয়ক আইন বদলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আদালত এ সিদ্ধান্ত দেন। এতে যুক্তরাষ্ট্রের অর্ধেক অঙ্গরাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার ক্ষেত্র তৈরি হলো।  

আদালতের এ সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নারীদের কাছে গর্ভপাতের ওষুধ সহজলভ্য রাখার বিষয়টি নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের আদেশ দিয়েছেন।

টিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শুক্রবার বাইডেন বলেন, ‘আদালতের আজকের সিদ্ধান্তে যেসব নারীর ওপর প্রভাব পড়বে, তাঁদের অধিকার রক্ষায় আমি আমার ক্ষমতার সবটুকু ব্যবহার করব।’

যুক্তরাষ্ট্রে অর্ধেকের বেশি গর্ভপাতের ঘটনা ঘটে গর্ভপাতের ওষুধ ব্যবহারের মাধ্যমে। গর্ভধারণের ১০ সপ্তাহ পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি ছাড়াই এই ওষুধ খেয়ে গর্ভপাত ঘটাতে পারেন নারীরা।

যুক্তরাষ্ট্রের ১১ অঙ্গরাজ্যে গর্ভপাত নিয়ন্ত্রণ বা পুরোপুরি বাতিলে জোরালো দাবি ওঠে। এসব অঙ্গরাজ্যের মধ্যে বেশির ভাগই রিপাবলিকানদের নেতৃত্বাধীন। অন্য অঙ্গরাজ্যগুলোও তাদের অনুসরণ করবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সুপ্রিম কোর্টের বাইরে আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন মার্কিন নারীরা। এ সময় তাঁদের হাতে পোস্টারে লেখা ছিল ‘গর্ভপাতের ওষুধ নারীরা কোথায় পাবেন’। বিক্ষোভ সমাবেশে থাকা অন্য নারীরা ‘আমার শরীর, আমার পছন্দ’ বলে স্লোগান দেন।

অস্ট্রিয়াভিত্তিক সংস্থা এইড অ্যাকসেস পরিচালনা করেন নেদারল্যান্ডসের চিকিৎসক রেবেকা গমপার্টস। তাঁর এই সংস্থা গর্ভপাতের ওষুধ সরবরাহ করে। গমপার্টসের ধারণা, গর্ভপাতকে বৈধতা দেওয়া ১৯৭৩ সালের আইনি সিদ্ধান্ত ‘রো বনাম ওয়েড’–এর আগে নারীদের যেমন অবস্থা ছিল, এখন তেমনটা হবে না। গর্ভপাতের ওষুধের ব্যবহার বন্ধ হবে না বলে বিশ্বাস করেন গমপার্টস।

এএফপিকে ফোনে এক সাক্ষাৎকার এ কথা বলেন গমপার্টস। তিনি বলেন, ‘একজন নারী যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে চান, তাহলে তিনি সব সময়ই নিরাপদে গর্ভপাত ওষুধ ব্যবহার করতে পারবেন।’

তবে শুক্রবারের রায়ের পর এটা করা ততটা সহজ হবে না বলে মনে করছেন অনেকে।যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন দুই দশক আগে গর্ভপাতের ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে। গত বছর টেলিমেডিসিন ও মেইলের মাধ্যমে এ ধরনের ওষুধ ব্যবস্থাপত্রে রাখা যাবে বলেও অনুমতি দেওয়া হয়।

তবে গর্ভপাতবিরোধী অঙ্গরাজ্যগুলোয় এ ধরনের ওষুধের ব্যবহার নিয়ে আইনি ধোঁয়াশা তৈরি হতে পারে। ভবিষ্যতে প্রজনন অধিকার নিয়ে আদালতে এ ইস্যুতেও আইনি লড়াই হতে পারে।

গর্ভপাতের অধিকারকে সমর্থনকারী গবেষণা সংস্থা গাটমাচের ইনস্টিটিউট বলছে, যুক্তরাষ্ট্রের ১৯ অঙ্গরাজ্যে ক্লিনিকের মাধ্যমে গর্ভপাত ওষুধের অনুমোদন দেওয়া প্রয়োজন। আর গর্ভপাতের সব নিয়ম বাতিল করা হয়েছে—এমন অঙ্গরাজ্যগুলোয় বসবাসরত নারীদের বাইরের অঙ্গরাজ্যে থাকা চিকিৎসক, বিদেশি ক্লিনিকের সঙ্গে টেলিস্বাস্থ্যসেবার মাধ্যমে এ ধরনের ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে। এসব ক্ষেত্রে ওই অঙ্গরাজ্যের নারীদের এমন অঙ্গরাজ্যে যেতে হবে যেখানে গমপার্টস গ্রুপের মতো সংস্থার কাছ থেকে টেলিস্বাস্থ্যসেবা নেওয়ার অনুমতি রয়েছে।

তবে এ ক্ষেত্রেও একটি জটিলতা রয়েছে। গর্ভপাতের ওষুধগুলোর দুটি ডোজ রয়েছে। প্রথম ডোজ নেওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর দ্বিতীয় ডোজটি নিতে হয়। ধরা যাক, কোনো নারী এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে গিয়ে প্রথম ডোজ নিলেন। এরপর তিনি নিজের অঙ্গরাজ্যে ফিরে দ্বিতীয় ডোজ নিতে পারবেন কি না, সে প্রশ্ন রয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া