যুগান্তরের সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা

সংবাদ প্রকাশ করে সম্মান ক্ষুণ্ন করার অভিযোগে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম ও পত্রিকাটির কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু মামলা দায়ের করেছেন।

বুধবার (১৬ আগস্ট) ঢাকার নিম্ন আদালতে মামলাটির দায়ের করেন বাবু। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটি দায়ের করা হয়।

আসামিদের বিরুদ্ধে ৫০০/৫০১/৫০২ ধারায় মামলা করা হয়। মামলাটির আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাপস পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা দায়েরের পর আফজালুর রহমান বাবু বলেন, যুগান্তর পত্রিকা মিথ্যা সংবাদ প্রকাশ করে আমার ও আমার সংগঠনের সম্মান ক্ষুণ্ন করেছে। তাই কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ও যুগান্তর সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে আমি একটি মানহানির মামলা করেছি।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ আগস্ট বাদী এ কে এম আফজালুর রহমান বাবু বন্যাদুর্গতদের ত্রাণ দেয়ার জন্য কক্সবাজারে যান। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে এসএনই কর্পোরেশনের ভোগদখলীয় সম্পত্তিতে সন্ত্রাসীদের হামলায় আহত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খরব নেন তিনি। সেখানে কারো সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তা সত্বেও গত ১০ আগস্ট জসিম উদ্দিন ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড: কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল’ শিরোনামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ প্রতিবেদন তৈরী করে সম্পাদক সাইফুল আলমের কাছে পাঠালে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় ছাপা হয়। আসামিরা জেনে-শুনে এ সংবাদ পরিবেশন করে বাদীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করেছেন।

স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদকের বরাত দিয়ে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়, যা দৈনিক যুগান্তর পত্রিকা গ্রহণ করে। পরে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সন থেকে নিউজটি রিমুভ করা হয়। কিন্তু, প্রকাশিত পত্রিকায় ভুল, মিথ্যা ও বানোয়াট নিউজ সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ না করায় বাদী সংক্ষুব্ধ হন। এ সংবাদে বাবুর যে পরিমাণ সম্মানহানী হয়েছেনতা ৫০ কোটি টাকার সমান।
এই বিভাগের আরও খবর
কাজাখস্তানে ইউরো-এশিয়া উৎসব মাতালো বাংলাদেশের ‘নির্বাণ’

কাজাখস্তানে ইউরো-এশিয়া উৎসব মাতালো বাংলাদেশের ‘নির্বাণ’

কালের কণ্ঠ
চিন্ময় কৃষ্ণর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

চিন্ময় কৃষ্ণর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

দৈনিক ইত্তেফাক
শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নয়া দিগন্ত
ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক ইত্তেফাক
শপথ নিলেন সিইসি ও চার কমিশনার

শপথ নিলেন সিইসি ও চার কমিশনার

জনকণ্ঠ
বিগত কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে সবাই: বদিউল আলম মজুমদার

বিগত কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে সবাই: বদিউল আলম মজুমদার

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া