যেকোনো পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন

পাকিস্তানকে অভয় দিল চীন। দেশটির প্রতি আবারও দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, আন্তর্জাতিক দৃশ্যপট যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সবসময়ই পাকিস্তানের পাশে থাকবে। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে’র (সিপিইসি) একযুগ পূর্তি অনুষ্ঠানে অভিনন্দন বার্তায় এ কথা বলেন শি জিনপিং। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের উপপ্রধানমন্ত্রী হি লিফেং। তিন দিনের সফরে পাকিস্তান রয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 

সিপিইসির যুগপূর্তি উৎসবে পাঠানো বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বক্তব্য রাখেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, সামগ্রিক উন্নতি অব্যাহত রাখবে, সহযোগিতা প্রসারিত ও আরও গভীর করবে দুই দেশ। শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ও অগ্রগামী প্রকল্প বলে সিপিইসি’কে উল্লেখ করেন। তিনি বলেন, সিপিইসি’কে উন্নত গুণগত মানসম্পন্ন একটি বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার গুরুত্বপূর্ণ ও অনন্য প্রকল্প হিসেবে গড়ে তুলতে পাকিস্তানের সঙ্গে কাজ করবে চীন।

তিনি আরও বলেন, উভয় দেশ উন্নত মান, টেকসই এবং জীবনমানকে সমৃদ্ধ করে এমন ফলাফল আনতে কাজ করবে। শি জিনপিং বলেন, ২০১৩ সালে শুরুর পর থেকে চীন ও পাকিস্তানের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। উভয় দেশ যৌথ অবদান ও অভিন্ন সুবিধার ফলে আগেভাগেই প্রাথমিক ফল ঘরে তুলেছে। 
তিনি আরও বলেন, এই প্রকল্প চালুর ফলে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন প্রেরণা যোগ হয়েছে। আঞ্চলিক সংযোগ ও একত্রীকরণের ক্ষেত্রে একটি ভাল ভিত্তি স্থাপন করেছে। এটি পাকিস্তান ও চীনের মধ্যে সর্বাবস্থায় বন্ধুত্বের একটি উজ্বল নিদর্শন। অদূর ভবিষ্যতে চীন ও পাকিস্তানের সম্প্রদায়কে আরও কাছাকাছি এনে অভিন্ন একটি নতুন যুগের সূচনা করবে বলেও তিনি মত প্রকাশ করেন। পাকিস্তান এবং চীন একে অন্যের হাতে হাত রেখে কাজ অব্যাহত রাখবে বলেও বক্তব্যে বলেন শি জিনপিং। তিনি আরও বলেন, দুই দেশের দৃঢ় বন্ধুত্বকে এগিয়ে নিতে উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয় সাধনের জন্য উচ্চমানের সহযোগিতা, বৃহত্তর পদক্ষেপ আরও গভীরতাকে বৃদ্ধি করবে দুই দেশ। 

এর মধ্য দিয়ে চীন-পাকিস্তানের কৌশলগত সহযোগিতামুলক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছে যাবে। একই সঙ্গে উভয় দেশের শান্তি ও সমৃদ্ধিতে আরও অবদান বৃদ্ধি পাবে। এর বাইরেও তার বিস্তার ঘটেবে।  

এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়ার শিক্ষার্থীদের অস্বীকৃতি

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়ার শিক্ষার্থীদের অস্বীকৃতি

নয়া দিগন্ত
গাজায় ইসরাইলি হামলায় আরো ৬৬ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় আরো ৬৬ ফিলিস্তিনি নিহত

নয়া দিগন্ত
সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, পাস হলো বিল

সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, পাস হলো বিল

জনকণ্ঠ
নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নয়া দিগন্ত
যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়