লেবানন থেকে রকেট হামলার জবাবে আজ বৃহস্পতিবার ভোরে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবাননের যে স্থান গুলো থেকে রকেট হামলা চালানো হয়েছিল সে স্থানগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। শুধু বুধবারের ঘটনা নয়, আগের উৎপেক্ষণস্থলগুলোতেও আক্রমণ করা হয়েছে।
এর ফলে ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল বুধবার লেবানন থেকে ইসরায়েলের দিকে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি সীমান্ত পার হওয়ার আগেই মাটিতে পড়ে এবং বাকি দুটি ইসরায়েলে আঘাত হানে। জবাবে আর্টিলারি গোলা ছুঁড়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।
এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলাদের দখলে থাকা দক্ষিণ লেবাননের একটি এলাকা থেকে রকেট হামলা করা হয়। তাই ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। এর আগে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ভূখণ্ডে ইসরাইলের গত মে মাসে টানা ১১ দিন আগ্রাসনকালে দক্ষিণ লেবাননে অবস্থান করা ফিলিস্তিনি সংগঠনগুলো ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েক দফা রকেট হামলা চালিয়েছিল।
হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানিয়েছে, ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে লেবাননের মাহমুদিয়া শহরের প্রান্তীয় দুটি জায়গায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। লেবাননের দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টার স্থানীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ লেবাননের দুইটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিনিধি লেবাননের রাজধানী বৈরুতের দিমাশকিয়া এলাকা থেকে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনেছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়