দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে প্রয়োজনে ব্যালটে ভোট করতে রাজি আছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৭ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এর আগে গত ১৪ আগস্ট সিইসি জানিয়েছিলেন, কারও বিরোধিতা কিংবা চাওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না। ইভিএম ব্যবহারের এ সিদ্ধান্ত কমিশনের নিজস্ব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেদিন সিইসি সাফ জানিয়ে দেন সবার মতামত পর্যালোচনা করে সুষ্ঠু নির্বাচনের জন্যই এ সিদ্ধান্ত। এ মেশিনের মাধ্যমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।
এর আগে (২৩ আগস্ট) ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় কমিশন। কমিশনের সভায় সিদ্ধান্তের পর আবারও ইভিএম নিয়ে সরগরম হয়ে উঠে রাজনীতির মাঠ। কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এ নিয়ে সমালোচনার ঝড় বইয়ে চলেছে বিরোধী শিবিরে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেই দেড়শ’ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ইসির।
এমন অবস্থায় সিদ্ধান্ত গ্রহণের পর কমিশন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। জানান কারও চাওয়া না চাওয়ায় প্রভাবিত হয়ে নয়, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের এ সিদ্ধান্ত কমিশনের নিজস্ব।
তিনি আবারও জানান, কেউ যদি ভোট কক্ষে বসে প্রার্থীকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য না করে, তাহলে এ মেশিনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। সে ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সিইসি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়