বগুড়ার শেরপুরে ফসলি জমির মাঠ থেকে এক সন্ন্যাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পোল্লাত চন্দ্র সরকার (৫৫)। আজ রবিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নাগরপাড়া গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত পোল্লাত চন্দ্র সরকার জেলার নন্দীগ্রাম উপজেলার পেংহাজারকি উত্তরপাড়া গ্রামের মৃত কান্ত চন্দ্র সরকারের ছেলে। তিনি চিরকুমার এবং সন্ন্যাস জীবনযাপন করতেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী জানান, সকালে স্থানীয় লোকজন ফসলি মাঠে কাজ করতে যান। একপর্যায়ে মাঠের মধ্যে থাকা একটি ইউক্যালিপটাস গাছের নিচে সন্ন্যাসী পোল্লাত চন্দ্রের লাশ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেন। এরপর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন নেই। তবে মাথার একপাশে সামান্য ক্ষত রয়েছে। এমনকি ওই ক্ষতস্থান থেকে রক্তও বের হয়েছে বলে দেখা যায়। আসলে তাকে খুন করা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তাই ওই সন্ন্যাসীর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশটি বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের এই প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল তার মৃত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু নেওয়া হবে বলে জানান তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়