শনিবার (২৩ এপ্রিল) তিনি বলেন, ‘সবাইকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি বিদেশি মহাকাশযান ধ্বংস করা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ। এতে কোনো সন্দেহ নেই।’ খবর আরটির।
সম্প্রতি মহাকাশে স্যাটেলাইটবিরোধী ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সোমবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল স্পেস কাউন্সিলের চেয়ারম্যান কমলা হ্যারিস এ ঘোষণা দিয়ে দেন। এ ধরনের পরীক্ষাগুলোকে ‘বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেন তিনি।
মূলত কমলা হ্যারিসের এ ঘোষণার পরিপ্রেক্ষিতেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রোসকসমসের প্রধান দিমিত্রি রোগজিন।
এর আগে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার পর দেশটির এক টিভি সঞ্চালক বলেন, ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
শনিবার (১৬ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাশিয়া ওয়ান নামের টিভি চ্যানেলে দর্শকদের উদ্দেশে উপস্থাপক ওগলা স্কাবেয়েভা বলেন, ‘ঘটনার তীব্রতায় একে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে নিশ্চিত।’
ওগলা আরও বলেন, ‘আমরা এখন ন্যাটোর অবকাঠামোর সঙ্গে যুদ্ধ করছি, ন্যাটোর সঙ্গে নয়।’ অনুষ্ঠানে এক দর্শক ইউক্রেন-রাশিয়ার বর্তমান অবস্থাকে যুদ্ধ বললে তাকে বক্তব্য সংশোধন করে ‘রাশিয়ার সামরিক অভিযান’ বলতে বলা হয়।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই মনে করছেন, এতে উত্তেজনা আরও বাড়বে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়