রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন চীনের ‘কৌশলগত পদক্ষেপ’: শি জিনপিং

রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নকে চীনের কৌশলগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। বৈঠক শেষে এর বিষয়বস্তু সম্পর্কে সামান্য ধারণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে রাশিয়ার সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের ওপরে জোর দিয়েছেন শি জিনপিং। চীনের নিজের স্বার্থ এবং বর্তমান বিশ্ব ব্যবস্থার বিষয়টি মাথায় রেখে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি চীনের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শি জিনপিং। এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাস।

খবরে জানানো হয়, রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী চীন। পুতিনের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট। দুই নেতা নিজেদের মধ্যে আলোচনার সময় বিভিন্ন ইস্যুতে গভীর আলোচনা করেন। এছাড়া ইউক্রেনে চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনার পথ তৈরির ওপরে জোর দেন শি জিনপিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সংকট সমাধানে চীন গঠনমূলক ভূমিকা রাখতে চায়। 

এর আগে গত সোমবার তিন দিনের সফরে মস্কোতে অবতরণ করেন শি জিনপিং।

গত ডিসেম্বর মাসে এক ভিডিও কনফারেন্সে শি’কে রাশিয়া সফরে যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই এবারের সফরে গেলেন তিনি। এমন সময় শি জিনপিং মস্কো সফরে গিয়েছেন যখন ইউক্রেনে যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। রাশিয়ার থেকে দূরত্ব বজায় রাখতে চীনের ওপরেও চাপ দিচ্ছে পশ্চিমারা। তবে সেসব চাপ তোয়াক্কা না করে বন্ধু পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়েছেন শি জিনপিং।

এদিকে চীনা গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সঙ্গে এই বৈঠকের খবর প্রচারিত হয়েছে। শিনহুয়াতে এই বৈঠককে চীন-রাশিয়া সম্পর্কের জন্য যুগান্তকারী বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, এতে দুই দেশের জনগণই ব্যাপক উপকৃত হবে। রাশিয়া-চায়না ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের ডেপুটি চেয়ারপার্সন গালিমা কুলিকোভা বলেন, রাশিয়ার মানুষেরা প্রেসিডেন্ট শি জিনপিংকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং তার সফরকে তারা গুরুত্ব দিচ্ছে। কুলিকোভা রাশিয়া-চীন কূটনীতি নিয়ে ৬৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি চীনের সর্বোচ্চ সম্মান ফ্রেন্ডশিপ মেডেল পেয়েছেন তিনি। কুলিকোভা বলেন, চীনা প্রেসিডেন্টের সফর দুই দেশের সম্পর্কের গভীরতা প্রমাণ করে এবং ভবিষ্যতে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা রাখবে এই পদক্ষেপ। 
এই বিভাগের আরও খবর
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া