রুশ খেলোয়াড়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে চাঁদাবাজির ফাঁদে পড়েছিলেন বিল গেটস

যুক্তরাষ্ট্রে নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রে এপস্টেইন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের বিল গেটসকে হুমকি দিয়েছিলেন। রাশিয়ার এক ব্রিজ খেলোয়াড়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এ ধনকুবেরকে ব্ল্যাকমেল (মানসিকভাবে জিম্মি) এবং চাঁদাবাজিরও চেষ্টা করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত নতুন এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 বিল গেটসের এ ঘটনার ব্যাপারে জানে—এমন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতার সঙ্গে রাশিয়ার ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভার প্রেমের সম্পর্কের কথা এপস্টেইন জানতে পেরেছিলেন। এরপর তিনি বিল গেটসকে হুমকি দিতে থাকেন। মানসিকভাবে জিম্মি করতে থাকেন। বিল গেটসকে কোটি কোটি ডলার মূল্যের একটি দাতব্য তহবিলে যোগ দিতে বলেন। তবে সে প্রস্তাবে গেটস রাজি হননি। ওই তহবিল এপস্টেইন নিজের সুনাম পুনঃপ্রতিষ্ঠার জন্য গঠন করতে চেয়েছিলেন।

২০১০ সালের দিকে আন্তোনোভার সঙ্গে গেটসের সাক্ষাৎ হয়। তখন আন্তোনোভার বয়স ছিল ২০-এর কোঠায়। তাঁরা দুজন একসঙ্গে ব্রিজ খেলেছিলেন।

বিভিন্ন নথি পর্যালোচনা করে ওয়াল স্ট্রিট জার্নাল জানতে পেরেছে, আন্তোনোভা অনলাইনে ব্রিজ খেলা শেখানোর একটি ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এর জন্য তহবিল নিশ্চিত করার চেষ্টা করেছিলেন তিনি। বিল গেটসের ঘনিষ্ঠ উপদেষ্টা বরিস নিকোলিক বলেন, আন্তোনোভার ব্যবসায়িক উদ্যোগের জন্য তহবিল সংগ্রহ করতে এপস্টেইনের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

২০১৩ সালের নভেম্বরে নিউইয়র্ক সিটির একটি বাড়িতে আন্তোনোভা ও নিকোলিকের সঙ্গে এপস্টেইনের বৈঠক হয়। সেখানে আন্তোনোভা তহবিল সংগ্রহের জন্য তাঁর প্রস্তাবটি উপস্থাপন করেন এবং পাঁচ লাখ ডলার তহবিল চান। তবে শেষ পর্যন্ত এপস্টেইন তাঁর উদ্যোগে কোনো বিনিয়োগ করেননি বলে দাবি করেছেন আন্তোনোভা।
এক বছর পর নিউইয়র্কে থাকার জন্য আন্তোনোভাকে একটি অ্যাপার্টমেন্ট দেন এপস্টেইন।

আন্তোনোভা বলেছেন, নিউইয়র্কে থাকা অবস্থায় এপস্টেইন বা অন্য কারও সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।

আন্তোনোভার বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এপস্টেইন তাঁকে সফটওয়্যার কোডিং স্কুলে যাওয়ার জন্য অর্থ দিয়েছিলেন। তিনি সরাসরি স্কুল কর্তৃপক্ষের কাছে সে অর্থ পরিশোধ করতেন।

আন্তোনোভা বলেন, বিনিময়ে এপস্টেইন তাঁর কাছ থেকে কিছু নেননি। কেন এমনটা করছেন জানতে চাওয়া হলে এপস্টেইন বলেছিলেন, তিনি ধনী। আর তিনি যতটা সম্ভব মানুষকে সহায়তা করতে চান।
বিল গেটসের কাছ থেকে তহবিল পেতে ব্যর্থ হন এপস্টেইন
আন্তোনোভা যে সময়ে তাঁর উদ্যোগ প্রতিষ্ঠা করতে চাইছিলেন, একই সময়ে এপস্টেইন তাঁর নতুন তহবিল গঠনের চেষ্টা করছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নাল যে নথিগুলো পর্যালোচনা করেছে, সেখানে দেখা গেছে, জে পি মরগ্যানের সঙ্গে যৌথভাবে এপস্টেইন তাঁর দাতব্য তহবিল গড়ার চেষ্টা করেছিলেন। এ তহবিল গঠনের জন্য ন্যূনতম ১০ কোটি ডলার অনুদান প্রয়োজন ছিল। তিনি ধনকুবেরদের কাছ থেকে এ তহবিল সংগ্রহের চেষ্টায় ছিলেন।
সূত্র বলছে, ২০০৮ সালে যৌন নিপীড়নের উদ্দেশে শিশু পাচারের অভিযোগ ওঠার কারণে যে সুনামহানি হয়েছিল, তা দাতব্য তহবিল সংগ্রহ করে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছিলেন এপস্টেইন।

বিল গেটসের কাছ থেকে সহায়তার ভিত্তিতেই তহবিলটি গড়ার চেষ্টা করেছিলেন এপস্টেইন। ২০১১ সালের আগস্টে জে পি মরগ্যানের নির্বাহীদের কাছে পাঠানো ই-মেইলে এপস্টেইন নিজেকে গেটসের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছিলেন।

দুই মাস পর এপস্টেইন জে পি মরগ্যানের নির্বাহীদের কাছে পাঠানো আরেকটি মেইল পাঠান। নির্বাহীরা তখন ওই প্রকল্পের পরিকল্পনা প্রস্তুত করছিলেন। কিন্তু এপস্টেইন তখন মেইলে জানান, বিল গেটস এ প্রকল্পের সঙ্গে নেই।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে জে পি মরগ্যানের মুখপাত্র বলেন, ‘আজ আমরা যা জানি, তা যদি আগে জানতাম, তাহলে কখনোই তাঁর সঙ্গে ব্যবসায়ে জড়াতাম না।’

বিল গেটসের এক মুখপাত্র বলেছেন, এপস্টেইন কখনোই বিল গেটসের হয়ে কাজ করেননি। জে পি মরগ্যান এবং অন্যদের ভুল বোঝানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া