করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে গত একদিনে আরও অন্তত নয় বাংলাদেশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোর পর্যন্ত মোট আটজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে রয়েছেন মসজিদের ইমাম, আপন দুই ভাই, এক গৃহবধূ এবং এক ব্যবসায়ী। ভাইরাস নিয়ন্ত্রণে লন্ডনের মসজিদগুলো আপাতত বন্ধের ঘোষণা দেয়া হলেও জানাজা অনুষ্ঠানের জন্য তা খুলে রাখা হচ্ছে। খবর অনলাইনের।
বিগত একদিনে করোনাভাইরাসে মারা যাওয়াদের মধ্যে রয়েছেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ক্রিশ্চিয়ান স্ট্রিট মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিক আহমদ (৫৬)। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় মিডলসেক্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি তাবলীগী মসজিদের দীর্ঘদিনের ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। লন্ডনের এনফিল্ডে বসবাস করা এই ইমামের গ্রামের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে। এছাড়া লন্ডনে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির চেনা মুখ শেখ ময়নুর রহমান বাদশা (৬৪) এবং তার আপন ভাই শেখ আকবালুর রহমান বাহার (৫০) করোনায় আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে রয়েল লন্ডন হাসপাতালে মারা গেছেন। বুধবার বাদ জোহর ব্রিকলেন মসজিদে এই দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, লন্ডন প্রবাসী কামরুল খান রুমান মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মৌলভীবাজার শহরের লেইক রোডের বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়