ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হলে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় আরেক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এ ছাড়া একই ঘটনায় আরও চার শিক্ষার্থীর হলের আসন বাতিল ও তিনজনকে লিখিতভাবে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সৌমিক জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। আসন বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন লোকপ্রশাসন বিভাগের রাজু মিয়া, অর্থনীতি বিভাগের নাজমুল হুদা, চারুকলা বিভাগের আফজাল হোসাইন ও খন্দকার রিফাদুল হাসান। এ ছাড়া চারুকলা বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান, বিজন চন্দ্র শীল ও অমর্ত্য অনর্ব মিত্রকে লিখিতভাবে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।
এসব সিদ্ধান্তের বাইরে শৃঙ্খলা বোর্ডের সভায় আরও নির্যাতনের শিকার সাগর চন্দ্র দের চিকিৎসার সব ব্যয় সৌমিক জাহানের পরিবার বহন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই হলে অবস্থান করায় সাগর চন্দ্র দেকে লিখিতভাবে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।
সৌমিক জাহানসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে ১২ মার্চ সংগীত বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সাগরকে অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে ডেকে এনে নির্যাতন করেন। সাগরকে একটি ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে নিয়ন্ত্রণহীনভাবে ঘোরানো হলে চেয়ার থেকে পড়ে গিয়ে দুটি দাঁত ভেঙে যায় তাঁর। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় সাগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্যাতনের বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ করেন। সাধারণ শিক্ষার্থীরাও নির্যাতনের ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে এক শিক্ষার্থীকে বহিষ্কারসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, দ্রুতই এসব সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়