উদীয়মান ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপ। তবে বাংলাদেশ দলে উদীয়মান ক্রিকেটারদের থেকেও গুরুত্ব পেয়েছে পোড় খাওয়া ক্রিকেটাররা। বিশেষ করে আগামী বিশ্বকাপের দুই-একটি পজিশনের ক্রিকেটারদের বাছাই করতেই মূলত সৌম্য-নাঈম-মেহেদীর মতো ক্রিকেটারদের ইমার্জিং এশিয়া কাপে দলভুক্ত করা।
অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠিত হলেও প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। বোলারদের ছাতু বানিয়ে লঙ্কানরা ৩৪৯ রান সংগ্রহ করেছে। সৌম্য সরকার বল হাতে নিয়েছেন তিন উইকেট। এখন দেখার অপেক্ষা ব্যাট হাতে কী করেন এই পেস বোলিং অলরাউন্ডার।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দলের ওপেনার আভিস্কা ফার্নান্দোর ঝড়ো ব্যাটিংয়ে বিধ্বস্ত হয় বাংলাদেশের বোলিং লাইনআপ। জাতীয় দলের এই ক্রিকেটার ১৩৩ রান করেছেন। ১২৪ বলে ১৩ চার ও ৩ ছক্কার ইনিংস খেলে সৌম্যর বলে বোল্ড হন তিনি।
আভিস্কা ছাড়াও লঙ্কান এই দলটিতে আটজন ক্রিকেটার আছেন, যারা জাতীয় দলের ক্রিকেটার। যদিও বেশিরভাগ ক্রিকেটারই নতুন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আছে মিনোদ ভানুকার ব্যাট থেকে। পাসিন্দু সুরিয়াবান্দারার ব্যাট থেকে আসে ৪৩ রানের ইনিংস। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়