শ্রীলঙ্কা ম্যাচের আগে কবে ছক্কা মেরেছিলেন, মনে নেই শান্তর

নিজেকে হারিয়ে খুঁজছিলেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলে ছন্দহীন পারফর্ম করা টাইগার অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। সিরিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন শান্ত। চার-ছক্কায় বিধ্বংসী ব্যাটিংয়ে হাঁকালেন ফিফটি। ফর্মে ফিরে শান্ত জানালেন, শেষ কবে ছক্কা হাঁকিয়েছিলেন মনে নেই তার। 

বুধবার সিলেটে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ১৬৬ রানের টার্গেটে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। ৩৮ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন অধিনায়ক শান্ত। ম্যাচ উইনিং ইনিংসটি ৪ চার ও ২ ছক্কায় সাজান তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছক্কার দেখা পেলেন শান্ত। গত ৭ই অক্টোবর বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।

সেই ম্যাচের পর ১১ ওয়ানডে, ২ টেস্ট এবং ১৭ টি-টোয়েন্টি খেলে ছক্কা হাঁকাতে পারেননি শান্ত। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘(ছক্কা খরার বিষয়টি) আপনাদের মাধ্যমেই জেনেছি। নিজেও জানতাম না। অনেক সময় আসলে কখন ব্যাট করছি, কত স্ট্রাইক রেটে ব্যাট করছি তা জরুরি। বিপিএলে আমি লড়াই করেছি। স্ট্রাইক রেট ভালো ছিল না।’ 

টি-টোয়েন্টিতে এক বছর ও ১০ ইনিংস পর ফিফটির দেখা পেলেন শান্ত। এ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘ফিফটি হাঁকানো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে মনে হয়, দলের জন্য যে রানটা করেছি তা কতটা কার্যকর। সেটা করতে পারায় খুবই ভালো লাগছে। ভালো লেগেছে যে খেলাটা শেষ করতে পেরেছি। চেষ্টা করব সামনে এটা (ফর্ম) ধরে রাখার।’ শান্ত বলেন, ‘একজন ব্যাটার হিসেবে আপনি প্রত্যেক ম্যাচেই রান পেতে চাইবেন। আশা করি, ফর্মটা ধরে রাখতে পারব।’ 
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া