সমকামী বিয়ের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে ভারত সরকার। রোববার (১২ মার্চ) দেশটির সুপ্রিম কোর্টে দায়ের করা এক পিটিশনে ভারত সরকার জানিয়েছে, তারা সমকামী বিয়ের বিরুদ্ধে। একই সঙ্গে সরকার আদালতের কাছে আরজি জানিয়েছে যেন, সমকামী বিয়ে বৈধ করার পক্ষে এলজিবিটি যুগলদের পক্ষ থেকে যেসব আবেদন করা হয়েছে সেগুলো যেন খারিজ করে দেয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবর, বর্তমান আইনি কাঠামোতে ভারতে সমকামী বিয়ে নিষিদ্ধ। সম্প্রতি এই আইনি অবস্থান চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে রিট করেছেন এলজিবিটি যুগলেরা।
আদালতে জমা দেয়া পিটিশনে ভারতের আইন মন্ত্রণালয় বলেছে, আমরা বিশ্বাস করি ভারতীয় সমাজে নানা ধরনের সম্পর্ক বিদ্যমান। এর মধ্যে বিপরীত লিঙ্গের মানুষদের মধ্যকার সম্পর্কের স্বীকৃতি দেয়া হয় বিয়ের মাধ্যমে এবং রাষ্ট্রের এই অবস্থা বজায় রাখার পক্ষে যুক্তিসঙ্গত এবং বৈধ স্বার্থ রয়েছে।
আইন মন্ত্রণালয় যুক্তি দেখিয়েছে, ‘ভারতীয় সমাজের পরিবার, স্বামী, স্ত্রী এবং সন্তানের যে ধারণা তার সঙ্গে সমকামী মানুষদের একসঙ্গে থাকা এবং যৌন সম্পর্কের যে ধারণা তার সঙ্গে তুলনীয়ই নয়।’
মন্ত্রণালয় আরও বলেছে, ‘এ অবস্থায় ভারতীয় সমাজে গভীরভাবে প্রোথিত ধর্মীয় ও সামাজিক প্রথার বিরুদ্ধে গিয়ে পুরো আইনগত নীতিমালা বদলে ফেলার জন্য কেউ আদালতের দ্বারস্থ হতে পারে না।’
তবে এলজিটিবি-গোষ্ঠীর পক্ষ থেকে আদালতে আবেদনকারী উদয় রাজ আনন্দ রয়টার্সকে বলেছেন, ‘আবেদনকারী হিসেবে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছি। আমার কাছে মনে হয় না যে, বেশিরভাগ ভারতীয় কিছু মানুষের একটি প্রেমময় পরিবার পাওয়ার আইনি অধিকার লাভের চিন্তায় আহত বোধ করেন।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়