সিন্ধুর বন্যা দুর্গতদের ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি পূরণ করা না হলে ফেডারেল সরকার ত্যাগ করবে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। দলটির চেয়ারম্যান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি এ ঘোষণা দিয়েছেন। এছাড়া তিনি ডিজিটাল আদমশুমারি পদ্ধতি নিয়েও আপত্তি জানিয়েছেন। একেক প্রদেশে একেক পদ্ধতিতে হওয়া আদমশুমারিকে তিনি অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন।
খবরে বলা হয়, রোববার করাচিতে বন্যাকবলিত কৃষকদের জন্য বিআইএসপির অধীনে বীজ ভর্তুকি কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। বিলাওয়াল বলেন, বন্যা দুর্গতদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ করা প্রয়োজন অন্যথায় আমাদের ফেডারেল সরকারের অংশ হিসেবে থাকা কঠিন হবে। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সিন্ধু প্রদেশের খয়েরপুর জেলার বন্যাকবলিত পীর গুড্ডু এবং কোট ডিজি এলাকায় বন্যা পরবর্তী পুনর্বাসন কাজ পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের জন্য ঘর নির্মাণের ঘোষণা দেন।
পিপিপি নেতা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, ফেডারেল সরকার বন্যার্তদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হয়নি। তিনি আরও বলেন, দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বন্যাকবলিত জনগোষ্ঠী কঠিন সময় পার করছে। কেন্দ্রীয় সরকারের উচিত বন্যা দুর্গতদের অগ্রাধিকার দেয়া। যদি শেহবাজ শরীফ কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে সেগুলো পূরণ করতে হবে।
সিন্ধু প্রদেশের ক্ষমতায় রয়েছে বিলাওয়ালের দল। তিনি আশ্বাস দিয়ে বলেন, সিন্ধুর ক্ষমতাসীন দল জাতীয় পরিষদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সামনেও বিষয়টি উত্থাপন করবে। তিনি আশা করেন যে, সরকার প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে তার উদ্বেগ দূর করবে।
এদিকে এদিন চলমান সপ্তম জাতীয় এবং প্রথমবারের মতো ডিজিটাল আদমশুমারি নিয়ে আপত্তি প্রকাশ করেন পিপিপি চেয়ারম্যান। বলেন, এমন সময়ে আদমশুমারি করা হচ্ছে যখন সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়