সরাসরি সম্প্রচারে সংবাদ পাঠক বললেন তাদের বেতন দেয়া হয় না (ভিডিও)

সংবাদ পাঠ করার সময় টেলিভিশনে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছেন এক সংবাদ পাঠক। ওই সংবাদের শীর্ষ খবরগুলো বলার সঙ্গে সঙ্গে তিনি এও জানিয়ে দেন, টেলিভিশন স্টেশনটি তাদের বেতন পরিশোধ করছে না। খবরের ভিতর এ কথা জানানোর পর চারদিকে হইচই পড়ে গেছে। এ ঘোষণার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।

এতে বলা হয়, শনিবার সন্ধ্যায় জাম্বিয়ার টেলিভিশন স্টেশন কেবিএন টিভি নিউজে খবর পড়ছিলেন কবিন্দ কালিমিনা। শীর্ষ খবরগুলো পড়ার সময় তিনি সরাসরি সম্প্রচারে ওই অভিযোগ করেন। খবর পাঠ করার মাঝে তিনি দীর্ঘশ্বাস নেন।

এরপর বলতে শুরু করেন- ‘ভদ্র মহিলা ও পুরুষগণ আমি খবরের জন্য কাজ করি। আমিও মানব সন্তান। আমারও বেতন পাওয়া উচিত’। এরপরই তিনি নিজের কথা ও কেবিএন টিভিতে কর্মরত অন্য সহকর্মীর কথা উল্লেখ করে বলেন, ‘আমাদেরকে বেতন দেয়া হচ্ছে না’।

তিনি এ মন্তব্য করার পর তার সরাসরি সম্প্রচার লাইন স্টুডিও থেকে কেটে দেয়া হয়। কেবিএন টিভির প্রধান নির্বাহী অফিসার কেনেডি কে মামবে পরে চ্যানেলটির ফেসবুক পেইজে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি সংবাদ উপস্থাপক কালিমিনার কর্মকা-ের ভর্ৎসনা করেছেন। কালিমিনাকে তিনি মদ্যপ বলে অভিযুক্ত করেছেন। বিবৃতিতে আরো বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে তিনি যে মদ্যপ আচরণ দেখিয়েছেন তাতে কেবিএন টিভি এবং আমরা হতাশ হয়েছি। এ কা- ঘটিয়েছেন আমাদের একজন পার্টটাইম সংবাদ পাঠক। রাতের মূল সংবাদ বুলেটিনে তিনি এই কাজ করেছেন।

প্রধান নির্বাহী অফিসার কেনেডি কে মামবে টিভি চ্যানেলটির উচ্চ মাত্রায় মেধাবী এবং পেশাদার টিমের কাজের প্রশংসা করেছেন। বলেছেন, অতি মেধাবী পুরুষ ও নারীরা এই সংগঠনটিতে গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছেন। কেবিএন টিভি সব রকম নিয়ম মেনে চলে। তা সত্ত্বেও শনিবার রাতে কবিন্দ কালিমিনার আচরণ চারিত্রিক বৈশিষ্টের বাইরে। এটা আমাদের টিভি স্টেশনের বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই নয়। তিনি আরো জানিয়েছেন, কিভাবে একজন মদ্যপ উপস্থাপক এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে এলেন তা যাচাই করতে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে কাউকে জড়িত পাওয়া গেলে তার বা তাদের বিরুদ্ধে শৃংখলা ভঙের জন্য ব্যবস্থা নেয়া হবে। 
এই বিভাগের আরও খবর
বন্ধ হচ্ছে প্রকল্পে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ

বন্ধ হচ্ছে প্রকল্পে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ

জাগোনিউজ২৪
রূপচর্চায় এই ৮ উপায়ে ব্যবহার করুন তিল

রূপচর্চায় এই ৮ উপায়ে ব্যবহার করুন তিল

বাংলা ট্রিবিউন
নাটকীয়তার পর হাসনাতের বিয়ের খবর, শুভেচ্ছা জানালেন সারজিস

নাটকীয়তার পর হাসনাতের বিয়ের খবর, শুভেচ্ছা জানালেন সারজিস

দৈনিক ইত্তেফাক
বিকিনি পরে ঘুরতে চান স্ত্রী , তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী!

বিকিনি পরে ঘুরতে চান স্ত্রী , তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী!

দৈনিক ইত্তেফাক
বাজারে দুবাই রাজকুমারী শেখা মেহরার সুগন্ধী, নাম ডিভোর্স

বাজারে দুবাই রাজকুমারী শেখা মেহরার সুগন্ধী, নাম ডিভোর্স

বিডি প্রতিদিন
দক্ষিণ আফ্রিকায় ১০ ফুট দীর্ঘ স্যান্ডউইচ!

দক্ষিণ আফ্রিকায় ১০ ফুট দীর্ঘ স্যান্ডউইচ!

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া