গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টায় থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগানে ধর্ষকের গ্রেফতারসহ দ্রুত বিচারের দাবি জানান। সাত ঘণ্টা পার হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) তারা মহাসড়কে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ওই সড়কে সকাল থেকেই যানচলাচল বন্ধ রয়েছে। দুই পাশে আটকা পড়েছে হাজার খানেক যানবাহন।
এদিকে, সড়কে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় এসে বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, ‘জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্পটে আসছেন। এখানে বসেই শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য বৈঠক করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
আন্দোলনরত শিক্ষার্থী শিকদার মাহবুব বলেন, ‘দ্রুত ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে এবং অত্র এলাকা লাইটিং ও সিসি টিভি ক্যামেরার আওতায় এনে শিক্ষার্থীদের নিরাপত্তা বজায় রাখতে হবে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়কে অবস্থান করবো, ততক্ষণে সড়ক বন্ধ থাকবে।’
জানা গেছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়