রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরো একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান স্বপন (৪০)। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিনে নর্থসাউথ রোডে অবস্থিত কুইন টাওয়ার ভবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে ২১ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানা যায়।
নিহত ব্যক্তির ভাই তানভীর হাসান জানান, তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পশ্চিম এনায়েতপুর গ্রামে, বাবার নাম গোলাম রব্বানী। বর্তমানে তারা রাজধানীর রামপুরা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় গতকাল বুধবার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. মুসা নামে একজনের মৃত্যু হয়। এর আগে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ঘটনার দিন মঙ্গলবার ১৮ জনের এবং পরদিন বুধবার দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়িয়ায় বিআরটিসি বাস কাউন্টারের কাছে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে গত ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে মার্কেটের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়।
দুই পাশে আরো দুটি বহুতল ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে পাঁচতলা ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। এটির নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাততলা এ বাণিজ্যিক ভবনের মালিক ছিলেন রেজাউর রহমান। ভবনটিতে একসময় ক্যাফে কুইন নামে একটি রেস্তোরাঁ খুলেছিলেন তিনি। সেজন্য স্থানীয়ভাবে ভবনটি ক্যাফে কুইন বিল্ডিং নামেই পরিচিত।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়