সিরিজে এই প্রথম ইংল্যান্ডের একাদশে দুই পেসার, অ্যান্ডারসনের সঙ্গী উড

রাজকোট টেস্টে স্পিনার শোয়েব বশিরের জায়গায় ফাস্ট বোলার মার্ক উডকে একাদশে নিয়েছে ইংল্যান্ড। আগামীকাল শুরু হতে যাওয়া এই টেস্টের দল আজই ঘোষণা করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ চলতি টেস্ট সিরিজে প্রথমবারের মতো দুই পেসার নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড।

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড দলে ফাস্ট বোলার ছিলেন শুধু উড। ম্যাচটি ২৮ রানে জেতার পর বিশাখাপট্টনমে ভারতের কাছে ১০৬ রানে হারের ম্যাচেও ইংল্যান্ড দলে পেসার হিসেবে খেলেন শুধু জেমস অ্যান্ডারসন। পাঁচ ম্যাচের সিরিজে ১–১ ব্যবধানে সমতায় থেকে তৃতীয় টেস্টে কৌশল পাল্টাল সফরকারী দল।

হায়দরাবাদের উইকেট উডের গতিময় বোলিংয়ের সহায়ক ছিল না। ভারতের দুই ইনিংস মিলিয়ে একটি উইকেটও পাননি। সে তুলনায় বিশাখাপট্টনমে কিছুটা সহায়তা পেয়েছেন অ্যান্ডারসন। উইকেট একটু সবুজাভ ছিল। অ্যান্ডারসনও দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেন।

২০ বছর বয়সী অফ স্পিনার শোয়েব বশির বিশাখাপট্টনমে অভিষেক টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজকোটের উইকেট পেসারদের জন্য সহায়ক। সম্ভবত এ কারণেই তাঁকে বসিয়ে দলে উডকে ফেরানো হয়েছে। 

অ্যান্ডারসনের সঙ্গে জুটি বেঁধে রাজকোটে বোলিং করবেন ৩৪ বছর বয়সী এ ফাস্ট বোলার। ভিসা নিয়ে জটিলতা তৈরি হলেও ১৯ বছর বয়সী স্পিনার রেহান আহমেদকে তৃতীয় টেস্টের দলে রেখেছে ইংল্যান্ড। ২ টেস্ট খেলে ৮ উইকেট নিয়েছেন রেহান।

পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার রেহানকে রাজকোটের বিমানবন্দরে ভারতের অভিবাসন কর্মকর্তারা আটকে দিয়েছিলেন। ঝামেলাটা হয়েছিল রেহানের সিঙ্গেল–এন্ট্রি ভিসা নিয়ে। যাঁরা সিঙ্গেল-এন্ট্রি ভিসা নিয়ে ভারতে যান, তাঁরা ভারত ছাড়ার পর ভিসার মেয়াদ থাকলেও ওই ভিসা নিয়ে আবার ভারতে প্রবেশ করতে পারেন না। তাঁদের নতুন করে ভিসা নিতে হয়। ওদিকে ইংল্যান্ড দল বিশাখাপট্টনম টেস্ট খেলে আবুধাবি চলে গিয়েছিল। সেখানে ১০ দিন কাটিয়ে ভারতে ফেরার পর ভিসা নিয়ে জটিলতায় পড়েন রেহান। পরে বিশেষ ব্যবস্থায় রেহানকে দলের সঙ্গে যেতে দেওয়া হয়।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া