সৌদি আরবের সঙ্গে উত্তম সম্পর্ক চায় লেবানন

সৌদি আরবের সঙ্গে ‘ উত্তম বা সেরা সম্পর্ক’ প্রত্যাশা করেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। ইয়েমেন যুদ্ধ নিয়ে তার তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির সমালোচনার মূল্য দিচ্ছে এখন দেশটি। এরই মধ্যে লেবানন থেকে নিজেদের রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরব। লেবাননের রাষ্ট্রদূতকে তারা বহিষ্কার করেছে। একই সঙ্গে লেবানন থেকে যেকোনো পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। অন্যদিকে শনিবার লেবানন থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নাগরিকদেরকে লেবানন সফরে যেতে বারণ করা হয়েছে। এ ছাড়া অন্য কিছু উপসাগরীয় দেশ একই রকম ব্যবস্থা নিয়েছে।

ফলে মারাত্মক এক কূটনৈতিক সঙ্কটে ভুগছে লেবানন। এ অবস্থায় সৌদি আরব ও অন্যদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নতুন করে স্থাপনের আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মিশেল আউন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

প্রেসিডেন্ট আউন এক টুইটে বলেছেন, সৌদি আরব ও উপসাগরীয় অন্য দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রত্যাশা করে লেবানন। শনিবার টুইটে তিনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে আমরা উত্তম বা সেরা সম্পর্ক স্থাপনে উদগ্রীব হয়ে আছি। এই সম্পর্ককে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আরো শক্তিশালী করতে চাই। এর আগে উদ্ভূত সঙ্কট নিয়ে মন্ত্রীপরিষদের ব্যবস্থাপনা গ্রুপের সঙ্গে প্রায় তিন ঘন্টা মিটিং করেন প্রেসিডেন্ট। এতে শিক্ষামন্ত্রী আব্বাস হালাবি বলেন, কূটনৈতিক এই বিরোধ থেকে পিছিয়ে আসার সক্ষমতা রাখে না সরকার। তিনি বলেন, অন্য চাপের মুখে সরকারবিহীন থাকতে পারে না দেশ। তাই এই সমস্যার সমাধান অব্যাহতভাবে করে যাওয়া উচিত।

উল্লেখ্য, লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির একটি টেলিভিশন সাক্ষাতকারকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি। ওই সাক্ষাতকারে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। বলেন, বাইরের আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষিত রাখছে ইরানপন্থি হুতিরা। তা ছাড়া ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের প্রচেষ্টা নিষ্ফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন। দাবি জানান, ওই যুদ্ধ বন্ধের। তবে তিনি দাবি করেছেন মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার কমপক্ষে এক মাস আগে ওই সাক্ষাতকার দিয়েছিলেন। ফলে ওই মন্তব্য একান্তই তার ব্যক্তিগত। এটা সরকারের বক্তব্য নয়। এ কারণে তিনি ক্ষমা চাইতে বা সরকার থেকে পদত্যাগ করার দাবি প্রত্যাখ্যান করেছেন। আল জাজিরা বলছে, তার প্রতি সমর্থন আছে ইরান সমর্থিত যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর। 
এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

প্রথমআলো
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়