উদ্ধার হয়েছে পদ্মা নদীতে ডুবে যাওয়া ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের লাশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেন।
রাজশাহী সদর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধারের পরে সালাউদ্দিনের কাদেরের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নির্দেশনায় হাজারি (অনেকগুলো বড়শি এক সঙ্গে বাঁধা) বড়শি দিয়ে তার লাশ পদ্মা নদী থেকে তোলা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিগ্রাম এলাকার পদ্মা চরে পারিবারিক পিকনিকে গিয়ে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভির নিশির মৃত্যু হয়। একই সময়ে নিখোঁজ হন নিশির স্বামী সালাউদ্দিন কাদের। দুর্ঘটনার একদিন পরে মৃত অবস্থায় উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের মরদেহ। মৃত স্বামী-স্ত্রী গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নবীর উদ্দিন জানান, ঘটনার পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। অন্ধকার হয়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা ৭টায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবার উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়