দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের হিসাবে স্বতন্ত্র ৬২ সংসদ সদস্যই বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় ক্ষমতাসীনরা ৫০ সংরক্ষিত আসনের মধ্যে সব মিলিয়ে পাচ্ছে ৪৮টি। বাকি দুটি আসন পড়ছে জাতীয় পার্টির ভাগে।
১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করে ও স্বতন্ত্রদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠি গতকাল ইসি সচিবের কাছে হস্তান্তর করা হয়। দলটির সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে চিঠিটি হস্তান্তর করেন।
প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও। চিঠি হস্তান্তরের আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে আমরা কাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছি সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি ইসির কাছে দেয়া হবে।’
চিঠি জমা দেয়ার পর হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র ৬২ সংসদ সদস্য সমর্থন দেবেন, সেই সমর্থনসূচক পৃথক চিঠি তাদের স্বাক্ষরসহ আওয়ামী লীগের মাধ্যমে ইসি সচিবের কাছে জমা দেয়া হয়েছে। কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
আসন বণ্টন নিয়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘ইসির চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সংসদ সদস্যের পাশাপাশি ১৪ দলীয় জোটের আরো দুজন সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৬২ জন; তারাও সম্মতি দিয়েছেন যে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন দেবে তাদের সমর্থন দেবেন।’
এর আগে গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। সেদিনই স্বতন্ত্র কোটা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ঠিক করার দায়িত্ব তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়েছে। এছাড়া ৬২ আসনে স্বতন্ত্র, ১৪ দলীয় শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ একটি করে, কল্যাণ পার্টি একটি এবং জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি দুটি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়। এরই মধ্যে নারী আসন বণ্টনের সুবিধার্থে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্রদের কাছে ৩০ জানুয়ারির মধ্যে দলে যোগদান বা জোট করার বিষয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়