স্বতন্ত্রদের সমর্থনে ৪৮ আসন পাচ্ছে আ.লীগ জাতীয় পার্টির দুই

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের হিসাবে স্বতন্ত্র ৬২ সংসদ সদস্যই বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় ক্ষমতাসীনরা ৫০ সংরক্ষিত আসনের মধ্যে সব মিলিয়ে পাচ্ছে ৪৮টি। বাকি দুটি আসন পড়ছে জাতীয় পার্টির ভাগে।

১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করে ও স্বতন্ত্রদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠি গতকাল ইসি সচিবের কাছে হস্তান্তর করা হয়। দলটির সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে চিঠিটি হস্তান্তর করেন। 

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও। চিঠি হস্তান্তরের আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘‌দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে আমরা কাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছি সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি ইসির কাছে দেয়া হবে।’

চিঠি জমা দেয়ার পর হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘‌আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র ৬২ সংসদ সদস্য সমর্থন দেবেন, সেই সমর্থনসূচক পৃথক চিঠি তাদের স্বাক্ষরসহ আওয়ামী লীগের মাধ্যমে ইসি সচিবের কাছে জমা দেয়া হয়েছে। কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

আসন বণ্টন নিয়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘‌ইসির চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সংসদ সদস্যের পাশাপাশি ১৪ দলীয় জোটের আরো দুজন সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৬২ জন; তারাও সম্মতি দিয়েছেন যে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন দেবে তাদের সমর্থন দেবেন।’

এর আগে গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। সেদিনই স্বতন্ত্র কোটা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ঠিক করার দায়িত্ব তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দেন। 

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়েছে। এছাড়া ৬২ আসনে স্বতন্ত্র, ১৪ দলীয় শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ একটি করে, কল্যাণ পার্টি একটি এবং জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি দুটি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়। এরই মধ্যে নারী আসন বণ্টনের সুবিধার্থে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্রদের কাছে ৩০ জানুয়ারির মধ্যে দলে যোগদান বা জোট করার বিষয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
এই বিভাগের আরও খবর
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ভোরের কাগজ
তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

জনকণ্ঠ
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়