একটি স্বাধীন সংবাদমাধ্যমের কার্যালয়ে অভিযান চালিয়েছে হংকং পুলিশ। রাষ্ট্রদ্রোহী প্রকাশনার ষড়যন্ত্রের অভিযোগে এই অভিযানে ‘স্টান্ড নিউজ’ নামের সংবাদমাধ্যমটির মোট ছয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্যবস্তু বানানো হয়েছে সাবেক ও বর্তমান কর্মীদের।
স্টান্ড নিউজের কার্যালয়ে চালানো অভিযানে দুইশ’রও বেশি পুলিশ সংশ্লিষ্ট রয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, তল্লাশি অভিযান এখনও চলছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে তাদের কাছে তল্লাশি এবং সাংবাদিক সংশ্লিষ্ট উপকরণ জব্দের অনুমতি রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্টান্ড নিউজের সাবেক ও বর্তমান চিফ এডিটর। এছাড়া সাবেক বোর্ড সদস্য এবং পপ তারকা থেকে গণতান্ত্রিক আইকনে পরিণত হওয়া ডেনিসে হো গ্রেফতার হয়েছেন। এক ফেসবুক পোস্টে ডেনিসে হো জানিয়েছেন একই অভিযোগে গ্রেফতার করে তাকে পশ্চিম জেলা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তিন নারী ও তিন পুরুষ। তাদের বয়স ৩৪ থেকে ৭৪ বছর।
স্টান্ড নিউজের ফেসবুক পেজে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, বুধবার সকালে একাধিক পুলিশ কর্মকর্তা ডেপুটি অ্যাসাইনমেন্ট পরিচালক রনসন চানের কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাকে গ্রেফতার করা হয়নি কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।
আগের রাতে রনসন চান হংকং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ সভায় যোগ দেন। সেখানে তিনি অ্যাপল ডেইলি বন্ধ হয়ে যাওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘সামনে যত কঠিন সময় আসুক না কেন হংকং এর সর্বদাই সত্য এবং সাংবাদিকদের প্রয়োজন হবে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়