কানের পর্দা ফেটে যাওয়ার কথা আমরা প্রায়ই শুনে থাকি। কানের ওপর প্রচণ্ড আঘাত হলে সুস্থ পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। যেমনটি হতে পারে কানে ভালোমতো থাপ্পড় লাগলে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো আঘাত সজোরে লাগলে। অনেক সময় পানিতে ডুব দিলেও কানের পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সঠিক সময়ে চিকিৎসা না নিলে সমস্যা হতে পারে।
কানের পর্দা বহিরাংশে শেষভাগে অবস্থান করে, এখানে কোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত চাপ প্রয়োগের কারণেও কানের পর্দা ফাটার সম্ভাবনা থাকে। কানের মধ্যকর্ণে (তিনটি হাড় ও দুটি জয়েন্ট আছে) শব্দ কন্ডাকশন হয়ে আমাদের কানের ভেতরে প্রবেশ করে। অতিরিক্ত আঘাতের কারণে ভেতরে অবস্থিত জয়েন্ট দুটিও ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তার ফলে যেটা হয় আমাদের কানের শ্রবণশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
উপসর্গ:
পর্দা ফেটে যাওয়ার কারণে শোঁ শোঁ শব্দ হতে পারে, কানে কম শুনতে পারে, অধিকাংশ ক্ষেত্রে কানের ফুটো নিজে নিজেই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা নির্ভর করে তাদের ফুটো কতোটুকু বড় অথবা ছোট তার উপর।
করণীয়:
সতর্ক থাকতে হবে কোনো অবস্থাতেই যাতে কানে পানি, মলম এবং কোনো প্রকার কানের ড্রপ না দেয়া হয়। এগুলো কানের ফুটো সেরে ওঠাতে ব্যাঘাত ঘটাতে পারে।
বিশেষ করে গোসল করার সময় যাতে কানে কোনোভাবে পানি না ঢুকতে পারে সেক্ষেত্রে কিছু পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। যেমন- ইয়ার প্লাগ ব্যবহার করা যেতে পারে, তুলায় তেল অথবা ভেসলিন লাগিয়ে তা ব্যবহার করা যেতে পারে যেটি পানিকে কানের ভেতরে ঢুকতে বাধা দেয়।
জেনে রাখা ভালো, অনেক সময় হঠাৎ প্রদাহ বা একিউট ইনফেকশন (ASOM), সর্দিজনিত কারণ অথবা যেকোনো কারণে কানের ইনফেকশন হতে পারে সে ক্ষেত্রেও কানের পর্দা ফেটে যেতে পারে। বলে রাখা ভালো, একিউট ইনফেকশন (ASOM) এর ক্ষেত্রে সময়মতো সঠিক চিকিৎসা না নিলে সেটি ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস মিডিয়া (CSOM)তে রূপ নিতে পারে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়